স্পোর্টস রিপোর্টার
৪ জুন ভুটান আর ১০ জুন সিঙ্গাপুরের ম্যাচকে সামনে রেখে আজ থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হচ্ছে। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে প্রাথমিক দলে ডাক পাওয়া ফুটবলাররা টিম ম্যানেজার মো. আমের খানের কাছে রিপোর্ট করবেন। আগামী কাল ৩১ মে থেকে জাতীয় স্টেডিয়ামে খেলোয়াড়দের অনুশীলন শুরু হবে। দীর্ঘ প্রায় চার বছর পর সংস্কার কাজ শেষে ফুটবল ফিরছে জাতীয় স্টেডিয়ামে।
এরই মধ্যে ক্যাম্পে যোগ দেওয়ার জন্য ইতালি থেকে উড়ে এসেছেন ফাহামিদুল ইসলাম। আলোচিত এই প্রবাসী ফুটবলারকে পরখ করে দেখবেন কোচ হ্যাভিয়ের কাবরেরা। ক্যাম্পের জন্য উন্মুক্ত হয়ে আছেন ফাহামিদুল।
এক ভিডিও বার্তায় এই প্রবাসী ফুটবলার জানান, ‘এখানে এসে খুবই ভালো লাগছে। লাল-সবুজ জার্সি পরে দেশের জন্য কিছু করতে অধীর আগ্রহে অপেক্ষা করছি।’ বাফুফের অফিসিয়াল ফেসবুক পেজে ফাহামিদুল ভিডিও বার্তায় আরো বলেন, ‘এমন ভালোবাসা দেখানোর জন্য সমর্থকদের ধন্যবাদ। আপনাদের এই ভালোবাসা পেয়ে আমি সত্যিই কৃতজ্ঞ, এখন খেলার জন্য মুখিয়ে আছি।’
তবে ক্যাম্পে শুরু থেকেই পাওয়া যাচ্ছে না দেওয়ান হামজা চৌধুরী ও শমিত সোমকে। আগামী ২ জুন হামজা আর ৩ জুন শমিত বাংলাদেশে আসার কথা রয়েছে।
অন্যদিকে, এখনো ক্রীড়া পরিষদের কাছ থেকে জাতীয় স্টেডিয়াম বুঝে পায়নি বাফুফে। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) সূত্রে জানা গেছে, জাতীয় স্টেডিয়ামে সেনাবাহিনী অবস্থান করছে। তারা পাশের স্টেডিয়ামে চলে গেলে কাজ শেষ করতে আরো দুই-তিন লাগবে।
খেলোয়াড়দের রুম এখনো তৈরি হয়নি। ভিআইপি রুমসহ আরো অনেক কাজ বাকি। প্রত্যাশা করা হচ্ছে, আগামী কয়েক দিনের মধ্যে জাতীয় স্টেডিয়াম বুঝে পাবে বাফুফে। এরই মধ্যে স্টেডিয়াম বুঝে না পেলেও সেখানেই জাতীয় দলের ক্যাম্প করার সিদ্ধান্ত নিয়েছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।