1. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  2. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  3. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :

সাকিব-লিটন-হাসান ও শরিফুলকে ছাড়াই বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা

  • সময় : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫

স্পোর্টস ডেস্ক-

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশের পোস্টার বয় খ্যাত সাকিব আল হাসান, ওপেনার লিটন দাস,হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম বিহীন আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ রবিবার  (১২ জানুয়ারি) মিরপুরে সংবাদ সম্মেলনে দল ঘোষণা করেছেন  প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। লিটনের বাদ পড়ার কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন বাজে ফর্মের কথা। তাছাড়া লিটনের পাওয়ার প্লের অ্যাডভান্টেজ নিতে না পারাও বারংবার একইভাবে আউট হওয়ার কথা বলেছেন লিপু।

ওপেনার হিসেবে আছেন সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিম। লিটন না থাকায় সুযোগ পেয়েছেন পারভেজ হোসেন ইমন। মিডল অর্ডার সামলানোর জন্য রয়েছেন তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকের আলী। আছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও।

পেসারদের মধ্যে হাসান ছাড়াও বাদ পড়েছেন শরিফুল ইসলাম। দলে চার পেসার হিসেবে তানজিম সাকিব, নাহিদ রানা, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান রয়েছেন। স্পিনার হিসেবে আছেন নাসুম আহমেদ ও রিশাদ হোসেন।

সাকিব আল হাসান বোলিংয়ে এখনও নিষিদ্ধই আছেন। দুই দফায় বোলিং পরীক্ষা দিয়েও উত্তীর্ণ হতে পারেননি তিনি। বিধায় শুধু ব্যাটার হিসেবে তাকে বিবেচনা করেনি বোর্ড।

উল্লেক্ষ,চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্ট। বাংলাদেশের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে প্রতিবেশি ভারতের বিপক্ষে।

বাংলাদেশ দলঃ

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম সাকিব, নাহিদ রানা, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪