নিজস্ব প্রতিবেদক-
রাজধানীর হাজারীবাগ বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যাচ্ছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।
শুক্রবার (১২ এপ্রিল) বেলা ১২টার দিকে আগুন লাগার খবর পায় বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার।
তিনি জানান, হাজারীবাগ বস্তিতে আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। এখন পর্যন্ত দুটি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বাকি চারটি ইউনিট কিছুক্ষণের মধ্যে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে যোগ দেবে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।