স্টাফ রিপোর্টার-
রাজধানীর ডেমরায় ভলভো পরিবহনের গ্যারেজে দাঁড়িয়ে থাকা ১৪টি বাসে আগুন লেগেছে। সোমবার (১ এপ্রিল) কোনাপাড়ার ধার্মিকপাড়া এলাকায় রাত ৮টা ৫০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, রাত ৮টা ৫৯ মিনিটে ডেমরার ধার্মিকপাড়ার কোনাপাড়া এলাকায় বাসে আগুনের খবর পাই আমরা। সঙ্গে সঙ্গে অগ্নিনির্বাপক বাহিনী রওনা হয়।
তিনি আরও বলেন, ইতোমধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট পৌঁছেছে। সর্বাত্মক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে তারা। এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।