স্পোর্টস ডেস্ক-
ঘরের মাঠে কয়েকদিন আগেই নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে ড্র করেছে বাংলাদেশ। এবারও একই প্রতিপক্ষ, তবে ভিন্ন পরিবেশ ও ভিন্ন সংস্করণ। আগামী রবিবার বাংলাদেশ সময় ভোর ৪টায় নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে মাঠে নামছে বাংলাদেশ। এরপর একই সংখ্যক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও আছে।
সিরিজ দুটি উপলক্ষে নিজের লক্ষ্যের কথা জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ডানেডিনে ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন শেষে শান্ত বলেছেন, ‘দল হিসেবে আমরা সিরিজ জিততে মুখিয়ে আছি।’
২০২২ সালের জানুয়ারিতে এই নিউজিল্যান্ডের বিপক্ষেই তাদের মাঠ মাউন্ট মঙ্গানুইতে টেস্ট জিতেছিল বাংলাদেশ। সেটি শান্তদের অনুপ্রেরণার উৎস, ‘আমাদের দলটা বেশ ভালো। গত বছর আমরা এখানে একটি টেস্ট জিতেছি। এবার আমাদের লক্ষ্য ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জেতা। জিততে পারলে দারুণ হবে।’
প্রতিপক্ষকে নিয়ে ভালোই পরীক্ষা-নিরিক্ষা করেছেন বলেও জানান শান্ত, ‘বেশিরভাগ খেলোয়াড়কেই আমরা চিনি। নতুনও কয়েকজন আছে অবশ্য। তবে তাদের ফুটেজ আমাদের কাছে আছে। মিটিংয়ে সেসব দেখা হয়েছে। আশা করছি, ভালো পরিকল্পনা নিয়েই মাঠে নামতে পারব।’
নিউজিল্যান্ডে বাংলাদেশ ইদানীং নিয়মিত সফর করছে। এটি বেশ কাজে দেবে বলেও মনে করেন শান্ত, ‘নিউজিল্যান্ডে বিগত কয়েক বছর ধরেই আমরা নিয়মিত খেলছি। এবার নতুন এক অভিজ্ঞতা হলো। কয়েক মিনিট আগে দারুণভাবে আমাদের স্বাগত জানানো হয়েছে। দলের সবাই খুবই উপভোগ করছে।’