স্টাফ রিপোর্টার-
ঘটনাটা ঘটেছে ঢাকা টেস্টের দ্বিতীয় দিন। দেশের এক বেসরকারি টিভি চ্যানেলের খেলার খবরের প্রতিবেদনে দাবি করা হয়, মুশফিকুর রহিমের হাত দিয়ে বল ধরা স্পট ফিক্সিং হতে পারে। মুশফিকের পুরো আচরণকে সন্দেহজনক অভিহিত করা হয়।
সেই প্রতিবেদনে তোলপাড় দেশের ক্রিকেটাঙ্গন। মুশফিকের মত একজন সিনিয়র ও ক্রিকেট অন্তঃপ্রাণ মানুষ ক্যারিয়ার সায়াহ্নে এসে স্পট ফিক্সিংয়ে জড়িত, এমন খবর স্বাভাবিকভাবে নিতে পারেননি ভক্ত ও সমর্থকরা।
যার বিপক্ষে এতবড় অভিযোগ, সেই মুশফিক আর বিসিবি গত দুদিন কোনো ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করেনি। তবে আজ দুপুরে ৭১ টেলিভিশনের বিপক্ষে উকিল নোটিশ প্রেরণ করেছেন মুশফিক। সে উকিল নোটিশ প্রেরণের কয়েক ঘণ্টার মধ্যেই মুশফিক ইস্যুতে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন খোদ বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন।
আজ শনিবার ঢাকা টেস্ট শেষ হওয়ার পর শেরে বাংলার গ্র্যান্ডস্টান্ডের সামনে দাঁড়িয়ে বিসিবি প্রধান পরিষ্কার জানিয়ে দিয়েছেন, বিসিবি মুশফিকের পাশে আছে।
তিনি অনেক কথার ভিড়ে একটি বার্তা দিয়েছেন। তাহলো, এমন ঘটনায় তারা মানে বোর্ড আসলে মুশফিকের দিকে তাকিয়ে ছিল।
বিসিবি সভাপতি বলেন, ‘মুশফিক নিজ থেকে কোনো পদক্ষেপ না নিলে আমরা তো আর যেচে কিছু করতে পারি না। যেহেতু মুশফিক একটা স্টেপ (উকিল নোটিশ প্রেরণ) নিয়েছে, এখন বোর্ড তার সাথে থাকবে।’
একটি চ্যানেলে ক্রমাগত বিতর্কিত ও প্রশ্নসাপেক্ষ প্রতিবেদনের বিপক্ষে এবার সোচ্চার পাপন। তিনি পরিষ্কার বলে দিয়েছেন, এসব ব্যাপারে দুটি পক্ষ থাকে। এক ভিকটিম আর দুই, যাদের ওপর ভিকটিমরা নির্ভর করে। যতক্ষণ পর্যন্ত ভিকটিমরা কিছু না করে ততক্ষণ পর্যন্ত দ্বিতীয় পক্ষের কিছু করার ও বলার থাকে না। তিনি বোঝানোর চেষ্টা করেন, মুশফিক ইস্যুতে বিসিবি ঠিক তেমন।
পাপন বলেন, ‘একটা সময় ছিল, মিথ্যা কিছু তথ্য দিলেই মানুষ বেশি খেতো। গ্রহণযোগ্য ছিল। আমি জানি না। আপনারা তো সাংবাদিক, খোঁজ নিয়ে দেখেন, এই সমস্ত মিথ্যাচার করতে করতে আস্তে আস্তে মানুষ কিন্তু উল্টা কথাও বলছে। এরা কিন্তু ক্রিকেট ধ্বংস করার জন্য কথা বলছে। এই রকম কথাও বলছে কন্টিনিয়াসলি। আমরা তো এই জিনিসটাই চাচ্ছি, আমরা এর জন্য অপেক্ষায়। তারপর বিসিবির যা করার, তা তো করবেই।’
বিসিবি বিগ বস যোগ করেন, ‘সবকিছুর একটা লিমিট আছে। যখন লিমিটটা ক্রস করে যায়, তখন মানুষ বুঝে আসলে এটা সাংবাদিকতা না। আমরা তো ক্রিকেটে অন্তত ওদের (ক্রিকেটারদের) অভিভাবক হিসেবে দাবি করতে পারি। তো দুজনেরই রোল আছে। ভিকটিমের কাজটা ভিকটিম করেছে। ভিকটিম যদি কিছু না করে, তাহলে কিন্তু আমাদের কিছু করার নেই। অন্য খবরগুলোতে আমাদের যদি কিছু না জানায়, তাহলে কিছু করার থাকে না। আমি আজকে এসে শুনেছি, এটা নিয়ে স্টেপ নিয়েছে। এখন যা করণীয়, বিসিবি করবে। কিছু এখন আর পায় না, তাই প্লেয়ারদের ধরছে। এদের অবজেক্টিভ ইজ ভেরি ক্লিয়ার।’