1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৭:২৫ পূর্বাহ্ন

জাতীয় পাঠ্যক্রম নিয়ে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে চার শিক্ষক গ্রেফতার

  • সময় : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ২০০
গ্রেফতারকৃতরা হলো- আবুল হাসনাত কবির (৫১), গোলাম রাব্বী (৩৭), জাহাঙ্গীর কবির ও কাজী সাইফুল হক।
গ্রেফতারকৃতরা হলো- আবুল হাসনাত কবির (৫১), গোলাম রাব্বী (৩৭), জাহাঙ্গীর কবির ও কাজী সাইফুল হক।

স্টাফ রিপোর্টার-

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন সামাজিক গ্রুপে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক নিয়ে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার এন্ড স্পেশাল ক্রাইমে (দক্ষিণ) বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো- আবুল হাসনাত কবির (৫১),  গোলাম রাব্বী (৩৭), জাহাঙ্গীর কবির ও কাজী সাইফুল হক।

মঙ্গলবার ( ২৮ নভেম্বর)  দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপি’র অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।

এর আগে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সহকারী সচিব আলমগীর হোসেন বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন।

ডিএমপির মতিঝিল থানা দুটি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। মামলার তদন্তে নেমে এই চারজনকে গ্রেফতার করে ডিবির সাইবার এন্ড স্পেশাল ক্রাইমে দক্ষিণ বিভাগ।

মামলার সূত্র উল্লেখ করে গোয়েন্দা প্রধান বলেন,জাতীয় শিক্ষা বোর্ডের ওয়েব সাইটে প্রবেশ করে অপ্রকাশিত বই প্রকাশসহ বিভিন্ন ধরনের মিথ্যা তথ্য প্রকাশ করে আসছিলো কিছু অজ্ঞাত ব্যক্তি। এই ব্যক্তিরা ফেইসবুক আইডি, ফেইসবুক গ্রুপ ও বিভিন্ন সামাজিক পেইজে রাষ্ট্রের গুরুত্বপূর্ন বিভিন্ন ছবি ব্যবহার করে সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলার অপতৎপরতা চালিয়ে যাচ্ছিল। এই সকল ফেসবুক গ্রুপ, ফেসবুক পেইজ চলমান শিক্ষানীতির বিরুদ্ধে অপপ্রচার ও শিক্ষানীতির বিরুদ্ধে আন্দোলনের বিভিন্ন তথ্য প্রচার করা হত।

গ্রেফতারকৃতরা অনলাইনে শিক্ষাদান করতেন উল্লেখ করে হারুন বলেন,  হাসনাত কবির অনলাইন ও অফলাইনে স্কুলের শিক্ষার্থীদের গণিত ক্লাস নিতেন। গনিত শিক্ষা বিষয়ক তার ফেইসবুক পেইজ, গ্রুপ এবং ইউটিউব চ্যানেল আছে। তিনি তার এ সকল পেইজ এবং গ্রুপগুলো নতুন শিক্ষা করিকুলাম নিয়ে বিভিন্ন বিভ্রান্তিকর বক্তব্য এবং এনসিটিবি’র কর্মকর্তাদের সঙ্গে কথাপোকথন রেকর্ডিং বিনা অনুমতিতে প্রকাশ করেছেন। আরেক গণিত শিক্ষক গোলাম রাব্বী স্কুল শিক্ষার্থীদের গণিত।পড়াতেন। তারা দুজনেই বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে অনলাইনে গ্রুপ খুলে নানানভাবে সমালোচনা করে সাইবার নিরাপত্তা আইনে বিভিন্ন ধারায় অপরাধ করছেন।

কাজী সাইফুল হক ও জাহাঙ্গীর কবির সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষাক্রম নিয়ে সমালোচনা ও শহিদ মিনারে মানবন্ধনের আয়োজন করে।

বর্তমানে শিক্ষা পাঠ্যক্রম নিয়ে গুজব থেকে সতর্ক থাকার আহবান জানিয়েছে অতিরিক্ত কমিশনার বলেন, সঠিকভাবে না জেনে নতুন কারিকুলাম সম্পর্কে বিভ্রান্ত না হওয়া। ব্যক্তিগত কোনো মতামত প্রচার না করা। এছাড়া শিক্ষা পাঠ্যক্রম নিয়ে আপত্তিকর কোনো পোস্ট বা কার্যক্রম দেখলে আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার অনুরোধ জানান।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪