স্টাফ রিপোর্টার-
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুইটি জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ। হোয়াইটওয়াশ করার উদ্দেশ্য নিয়ে আজ রবিবার পাকিস্তান দলের বিপক্ষে মাঠে নেমেছিল নিগার সুলতানা জ্যোতির দল। তবে ৩১ রানে হেরে হোয়াইটওয়াশের স্বপ্ন অপূর্ণ থেকে গেল দলটির।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে এদিন টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন জ্যোতি। ৩ রানে প্রথম উইকেট ফেলে দিলেও দ্বিতীয় উইকেটে ১০৬ রানের বড় জুটি গড়েন মুনিবা আলি ও বিসমাহ মারুফ। ১০৯ রানের মাথায় ৪৯ বলে ৬১ রানের দুর্দান্ত ইনিংস খেলে ফেরেন মুনিবা। তার ওই ইনিংসের ওপর ভর করেই নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩২ রানের লড়াকু পুঁজি তোলে পাকিস্তান। বিসমাহ আউট হন হাফ সেঞ্চুরি থেকে ২ রান দূরে থাকতে।
জবাব দিতে নেমে ৫৯ রানের মধ্যেই প্রথম ৬ উইকেট হারায় বাংলাদেশ। সেই ধাক্কা আর সামলে উঠতে পারেনি দলটি। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০১ রানের বেশি করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান আসে ওপেনার শামীমা সুলাতানার ব্যাট থেকে।
এর আগে, সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেটের জয় পায় বাংলাদেশ। আর দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের মেয়েদের ২০ রানে পরাজিত করে নিগার সুলতানা জ্যোতির দল।