নিজস্ব প্রতিবেদক
বিএনপির এক দফার আন্দোলন বেলুনের মতো চুপসে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের নেতারা। তাঁরা বলেন, বিএনপি মরিয়া হয়ে তাদের পুরোনো সন্ত্রাসী রূপে আবির্ভূত হয়েছে। নির্বাচন বানচাল করতে বিদেশি শক্তিকে নিয়ে দেশের ভেতরে ষড়যন্ত্র করছে।
আজ শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় ১৪ দলের নেতারা এসব কথা বলেন। ৭ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ১৪ দলের সমাবেশ হবে। এই সমাবেশের প্রস্তুতি হিসেবে এই সভার আয়োজন করা হয়। বিএনপিকে প্রতিহত করতে আগামী নির্বাচনের আগের দিন পর্যন্ত কর্মসূচি পালনের ঘোষণা দেন ১৪ দলের নেতারা।
সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী। তিনি বলেন, বিএনপি-জামায়াত একের পর এক ঘটনা ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। তারা ঢাকার প্রবেশমুখে অবস্থান করে ঢাকাকে বিচ্ছিন্ন করার মতো হঠকারী কর্মসূচি দিয়েছিল। কিন্তু তাদের আন্দোলন বেলুনের মতো চুপসে গেছে। মির্জা ফখরুলের হাঁকডাক কমে যাচ্ছে।
বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় নির্বাচনকালীন সরকারের এক দফা দাবিতে আন্দোলন করছে বিএনপিসহ বিভিন্ন দল ও জোট। বিএনপির এই এক দফা দাবিকে ‘মগের মুল্লুক’ বলে মন্তব্য করেন মোফাজ্জল হোসেন চৌধুরী। তিনি বলেন, ‘আপনারা বললেন আর আমরা মেনে নিলাম? এত সোজা? বিএনপি-জামায়াত জোটকে মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া হবে না। নির্বাচনের এক দিন আগপর্যন্ত কর্মসূচি নিয়ে মাঠে থাকবে ১৪ দল।’
বিএনপি বিদেশি শক্তিকে নিয়ে দেশের অভ্যন্তরে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। তিনি বলেন, আগের তিনটি নির্বাচন বানচাল করতেও ষড়যন্ত্র করেছিল বিএনপি। তারা একেক সময় একেক শক্তির ওপর ভর করে। এবার সবকিছু হারিয়ে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করেছে।
এবারের নির্বাচনকে ১৪ দলের জন্য চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক শিরিন আখতার। তিনি বলেন, এবারের নির্বাচন সাধারণ নির্বাচন নয়, দেশ রক্ষার ও মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির বাংলাদেশকে এগিয়ে নেওয়ার নির্বাচন। এর আগেও বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করেছে, তাদের হাত থেকে দেশকে উদ্ধার করতে হবে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম বলেন, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন যেভাবে অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাচ্ছে, তা কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত। তিনি আরও বলেন, বিএনপি বিচার বিভাগ, প্রশাসন, পুলিশ বিভাগকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে।
আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে জাতীয়-আন্তর্জাতিক ষড়যন্ত্র প্রকট বলে মন্তব্য করেন গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন। তিনি বলেন, আন্তর্জাতিক কিছু চক্র সরাসরি দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। তারা অস্বাভাবিক সরকার তৈরির চেষ্টা চালাচ্ছে।
সভা থেকে জানানো হয়, চলতি আগস্ট মাসে ১৪ দলের উদ্যোগে ঢাকার বিভিন্ন এলাকায় পাঁচ থেকে সাতটি সমাবেশ করা হবে। কোথায়, কবে এই সমাবেশ হবে, তা ৭ আগস্টের সমাবেশ থেকে ঘোষণা করা হবে।
সভায় আরও বক্তব্য দেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, বাংলাদেশ তরীকত ফেডারেশনের সহসভাপতি সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারী, জাতীয় পার্টির (জেপি) সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের সিদ্দিকী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী প্রমুখ।
বা বু ম / এস আর