1. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  2. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  3. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩২ সাভারের আলোচিত ডাকাত সর্দার লেগুনা আপেল গ্রেপ্তার আমরা ‘হানাহানি-বিদ্বেষমুক্ত একটা শান্তির দেশ চাই’- সেনাপ্রধান বাংলাদেশে মৃদু মাত্রার ভূমিকম্প অনুভূত পরিবর্তিত হলো মঙ্গল শোভাযাত্রার নাম দেশব্যাপী আজ শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা পহেলা বৈশাখকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তার পরিকল্পনা নেয়া হয়েছে- ডিএমপি কমিশনার আগামী ২১ এপ্রিল কাতার সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা হামলা ও ভাঙচুরের ঘটনা জননিরাপত্তা এবং আইনের শাসনের অবমাননা- প্রধান উপদেষ্টার প্রেস উইং প্রবাসীদের ভোটিংয়ের জন্য একটি কার্যকরী উপায় খুঁজছে কমিশন- সিইসি

সিরাজগঞ্জে কু-প্রস্তাবে রাজী না হওয়ায় এক গৃহবধূর চুল কেটে দিয়ে নির্যাতন

  • সময় : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ২৮১

সিরাজগঞ্জ সংবাদদাতা

সিরাজগঞ্জের রায়গঞ্জে কু-প্রস্তাবে ও অসামাজিক কাজে রাজী না হওয়ায় এক গৃহবধূর চুল কেটে দিয়ে নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই নারী আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে। শনিবার (২৯ জুলাই) রাতে থানা পুলিশ এক অভিযানের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করে। এর আগে সেদিনই থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী। 

বিষয়টি নিশ্চিত করেছেন রায়গঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম।

আটক আসামিরা হলেন-উপজেলার কালিঞ্জা আদর্শগ্রাম এলাকার আলতাফ হোসেনের স্ত্রী ডলি খাতুন ও একই এলাকার মৃত আব্দুর রহিমের স্ত্রী লিলি খাতুন।

রায়গঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা ব্রিজের পূর্ব পাড়ে আদর্শ গুচ্ছ গ্রামের এক গৃহবধূকে (২৮) বিভিন্ন সময় অসামাজিক কাজ ও কু-প্রস্তাব দিত আব্দুর রহিমের ছেলে আল মাহমুদ (২২), আলতাব হোসেনের ছেলে সেরাজুল ইসলাম (২১) ও লিটন (২০)। ওই গৃহবধূ কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বিভিন্ন সময় ভয়ভীতি দেখাতো বখাটেরা। 

তিনি বলেন, গত মঙ্গলবার রাতে ওই গৃহবধূ ঘরের বাইরে এলে বাড়ির উঠান থেকে জোরপূর্বক মুখ চেপে পাটক্ষেতের দিকে নিয়ে যায় বখাটেরা। এ সময় তার চিৎকারে স্বামী এগিয়ে এলেও তাকে বেধরক মারপিট করে তারা। এরপর বুধবার সকালে বখাটে আল মাহমুদ এর মা লিলি বেগম ও তার সহযোগীরা এসে ওই নারীকে ধরে মিথ্যা অপবাদ দিয়ে কাঁচি দিয়ে তার মাথার চুল কেটে দেয়।

ওসি আরও বলেন, গৃহবধূর চুল কেটে দেওয়ার ঘটনায় ভুক্তভোগী মর্জিনা খাতুন বাদী হয়ে শনিবার রাতে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৭-৮ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি থানা পুলিশ আমলে নিয়ে অভিযুক্ত দুই নারী আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদেরও ধরতে অভিযান চলছে।

বা বু ম / এস আর

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪