1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:২২ পূর্বাহ্ন

আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামানো কঠিন : মোসাদ্দেক বিল্লাহ

  • সময় : শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ২০০

নিজেস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেছেন, আওয়ামী লীগকে নামানো কঠিন। জগদ্দল পাথরের ন্যায় ১৫ বছর ধরে বসা। তারা কি এভাবে ক্ষমতা ছেড়ে দেবে? এ জন্য আমাদের রক্ত লাগবে।

তিনি বলেন, রক্ত যদি লাগে দিতে হবে৷ সেই প্রস্তুতি আমাদের রাখতে হবে। যখন যে ডাক আসে সেই ডাকে সাড়া দিতে হবে। কারণ আওয়ামী লীগ শিক্ষাকে ধ্বংস করেছে, নাস্তিক্যবাদ এনেছে। বানরের শিক্ষা দিচ্ছে। অজুর জায়গায় অজগর আনছে। কোমলমতি শিশুদের ইসলাম বিদ্বেষী বানিয়ে দিচ্ছে।

রাজধানীর পুরানা পল্টনের নোয়াখালী টাওয়ারে আইএবি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ও ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল, সংখ্যানুপাতিক নির্বাচন (পিআর) পদ্ধতির প্রবর্তন, বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

প্রেসিডিয়াম সদস্য মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, রাষ্ট্রের প্রধান যদি ডাহা মিথ্যা কথা বলেন। দেশে-বিদেশে বলে বেড়াচ্ছেন ভোট সুন্দার ও সুষ্ঠু হয়েছে। লজ্জা-শরম সব কি চলে গেছে নাকি?

তিনি বলেন, নিজে পর্যালোচনা করেন কী করছেন আপনারা। আল্লাহ’র কাছে জবাব দিতে হবে। প্রধানমন্ত্রীকে কি কবরে যেতে হবে না? দুনিয়াই কি সব? কবর বলে কি কিছু নেই? এখন না হয় পার পেয়ে যাচ্ছেন, আপনাকে পাহারা দিচ্ছে, কবরে পাহারা কে দেবে?

বর্ষীয়ান এ নেতা বলেন, জাতীয় নির্বাচনের আর পাঁচ-ছয় মাসে আছে। এই সরকারের মেয়াদ অক্টোবরেই শেষ। নীল নকশা অনুযায়ী আওয়ামী লীগ সরকার মনে করে নির্বাচন মানে মাসেল আর মানি। ২০৪১ পর্যন্ত থাকার পরিকল্পনা করছে। কিন্তু সেটা কোনোভাবে হতে দেওয়া যাবে না।

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেছেন, তারা ক্ষমতার জন্য সব কিছু বলতে পারে। তারা ক্ষমতার জন্য বলতে পারে কোরআন অনুযায়ী রাষ্ট্র চলবে। ১৯৭০ এর নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহারে উল্লেখ ছিল, কোরআন-সুন্নাহ বিরোধী কোনো আইন করবে না৷ অথচ হয়েছে কী? অনেক আইনই তো হয়েছে কোরআন-সুন্নাহ বিরোধী। অথচ প্রত্যেক নির্বাচনী ইশতেহারে এমন কথা বললেও করে উল্টোটা।

গাজী আতাউর রহমান বলেন, আওয়ামী লীগ চলে গেলেই সব বেহেশত হয়ে যাবে এটা ভাবার কোনো কারণ নেই। কারণ ক্ষমতাপ্রেমীদের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে রাজনীতির গুণগত পরিবর্তন আগে আনতে হবে। অতীতে শুধু আওয়ামী লীগ নয়, সকল ক্ষমতাসীন দলই কর্তৃত্ববাদী ছিল।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত নির্বাচনী মৌসুম। যারা ঘরে ছিল তারা এখন মাঠে আসছে। কিন্তু গত পাঁচ বছর ধরে যারা মাঠে ছিলেন তারা কোথায় যাবেন? তাদের মাঠেই থাকতে হবে। কঠিন থেকে কঠিনতর আন্দোলন ঘোষণা করলেও আমরা মাঠে থাকব। এই জগদ্দল স্বৈরাচারী শাসক দলকে নামাতে হবে, জেল-জুলুম হুলিয়া যাই আসুক, মাঠে থেকে সব মোকাবিলা করে ইসলামকে প্রতিষ্ঠায় মাঠে থাকতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন বলেন, রাষ্ট্র একটা শক্তি। সেই শক্তি যদি থাকে ন্যায়পরায়ণ ইসলামপন্থিদের হাতে তবে সব আদায় সম্ভব। রাষ্ট্র যদি দুর্নীতি পরায়ণদের হাতে যায় তবে রাষ্ট্র চলতে পারে না। ভোট চুরি করে যারা ক্ষমতায় যায়, তারা মিথ্যা বলে, তাদের লজ্জা নেই।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪