1. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  2. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  3. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:০৮ পূর্বাহ্ন

অল্পের জন্য রক্ষা পেলেন ১৫০ যাত্রী, মেঘনায় ঢাকাগামী লঞ্চে ফাটল

  • সময় : বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ৮৬

নোয়াখালী সংবাদদাতা

নোয়াখালীর মেঘনা নদীতে হাতিয়া থেকে ঢাকাগামী লঞ্চ এমভি ফারহান-৩ তলা ফেটে দুর্ঘটনার কবলে পড়েছে। এ সময় কোস্টগার্ডের একটি টহল দল লঞ্চে থাকা ১৫০ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করে।  বুধবার (৫ জুলাই) দুপুরে উপজেলার মেঘনা নদীর বদনার চর সংলগ্ন মাঝের চরে জেগে ওঠা ডুবোচরের সঙ্গে ধাক্কা লেগে লঞ্চটির তলা ফেটে যায়। 

জানা গেছে, দুপুর ১২টায় হাতিয়ার তমরুদ্দি ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় এমভি ফারহান-৩ নামের একটি যাত্রীবাহী লঞ্চ। লঞ্চটি বদনার চর সংলগ্ন মাঝেরচর এলাকায় গেলে সেখানে নতুন করে জেগে ওঠা ডুবোচরের সঙ্গে ধাক্কা লেগে লঞ্চটির তলায় ফাটল ধরে। এ সময় পাশে থাকা কোস্টগার্ডের একটি টহল দল যাত্রীদের চিৎকার চেঁচামেচি দেখতে পেয়ে এগিয়ে আসে এবং তাদের নিরাপদে উদ্ধার করে। উদ্ধারকৃত যাত্রীদের পাশে থাকা ফিশিং বোটের সহায়তায় হাতিয়ার তমরুদ্দি ঘাটে নামিয়ে দেওয়া হয়।

লঞ্চের যাত্রী কৃষ্ণ মজুমদার বলেন, এমভি ফারহান-৩ লঞ্চের‌ যাত্রীরা‌ অল্পের‌ জন্য বেঁচে গেছে। লঞ্চটি‌ ঘাট থেকে ছাড়ার কিছুক্ষণের মধ্যে তলা‌ ফেটে পানি উঠতে থাকে। দ্রুত কিছু যাত্রী‌ নেমে পড়েন এবং বাকি যাত্রীদেরকে‌ নিয়ে লঞ্চটি দ্রুত পশ্চিম দিকে‌ একটি চরে‌ উঠে যায়‌। আমি নিজে লঞ্চ থেকে নামতে পারলেও‌ আমার ছেলেমেয়ে ওই‌ লঞ্চে‌ আটকা‌ পড়ে। এ সময়  ফারহান লঞ্চের নিচের অংশ পানিতে ডুবে যায় এবং যাত্রীদের মধ্যে কান্নার রোল পড়ে যায়। 

তমরুদ্দি ঘাটের তত্ত্বাবধায়ক মিরাজ সর্দার বলেন, যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। আমরা তাৎক্ষণিক ফিশিং বোটের মাধ্যমে তাদের তমরুদ্দি ঘাটে নিয়ে আসি। পরবর্তীতে তারা তাসরিফ লঞ্চে করে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. শাফিউল কিঞ্জল বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, হাতিয়া হতে ঢাকাগামী লঞ্চ এমভি ফারহান-৩ মেঘনা নদীতে তলা ফেটে দুর্ঘটনার কবলে পড়লে ১৫০ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করেছে কোস্টগার্ড। উদ্ধারকৃত যাত্রীদের পাশে থাকা ফিশিং বোটের সহায়তায় হাতিয়ার তমরুদ্দি ঘাটে নামিয়ে দেওয়া হয়। ডুবোচরে আটকা পড়া লঞ্চটিকে উদ্ধারে কোস্টগার্ড প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। ইতোমধ্যে পানি অপসারণ করা হয়েছে। লঞ্চটি এখন শঙ্কামুক্ত। 

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪