নিজস্ব প্রতিবেদক
রাজধানীর সেগুনবাগিচার একটি অফিসে এক নারীকে (৪০) চাকরি দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। পরে ভুক্তভোগী নারীকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মঙ্গলবার (৪ জুন) সন্ধ্যার দিকে সেগুনবাগিচার জি,কে টাওয়ারের ৪র্থ তলায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী নারীর চাচাতো বোন অভিযোগ করেন, অভিযুক্ত পঞ্চাশোর্ধ্ব ব্যক্তির সঙ্গে ২-৩ মাস আগে হাইকোর্ট মাজারে ওই নারীর দেখা হয়। সেখানে মূলত পারিবারিক অসচ্ছলতা নিয়ে ওই নারী কান্না করছিলেন। তখন অভিযুক্ত ব্যক্তি এগিয়ে গিয়ে কান্নাকাটির কারণ জানতে চাইলে ভুক্তভোগী নারী জানান, তার স্বামী অসুস্থ। পরিবার অসচ্ছলতার মধ্যে দিয়ে যাচ্ছে। এই কথা শুনে অভিযুক্ত ব্যক্তি চাকরির প্রস্তাব দেয় এবং ফোন নাম্বার নেয়।
স্বজনরা আরও অভিযোগ করেন, চাকরি দেওয়ার কথা বলে ওই ব্যক্তি আজ দুপুরে ফোনে ওই নারীকে সেগুনবাগিচার জি,কে টাওয়ারের ৪র্থ তলায় ডেকে নিয়ে যায়। প্রথমে অভিযুক্ত ব্যক্তি তাকে কুপ্রস্তাব দেয়। এতে ভিকটিম রাজি না হওয়া তাকে ধর্ষণ করেন। পরে ভিকটিম এখান থেকে বের হয়ে পরিবারের লোকজনকে জানায়। পরিবারের লোকজন তাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে যায়।
এ বিষয়ে রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফ রাব্বানী জানান, চিকিৎসার জন্য ওই নারীকে ঢামেক হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে এখনো মামলা দায়ের হয়নি। ঘটনার বিস্তারিত তদন্ত করে দেখছে পুলিশ।
বা বু ম / অ জি