1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৯ পূর্বাহ্ন

আলেমদের ঐক্যবদ্ধ হতে হবে : এম এ আউয়াল

  • সময় : শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ১৭৯

নিজস্ব প্রতিবেদক

আলেমদের ঐক্যবদ্ধ হয়েই কাজ করতে হবে মন্তব্য করে ইসলামিক গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল বলেছেন, কওমি মাদ্রাসাগুলোসহ যারা সত্যিকার ইসলামের প্রচার ও প্রসার ঘটানোর জন্য কোরআন-হাদিসের আলোকে কাজ করছেন তাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়েই সবাইকে কাজ করতে হবে, আজকে বিক্ষিপ্ত-বিচ্ছিন্নভাবে থাকার কোনো সুযোগ নেই।

শনিবার (২৪ জুন) মতিঝিলের ওয়াপদা মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স মিলনায়তনে ইসলামী গণতান্ত্রিক পার্টি ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে আয়োজিত ‘সরকারিভাবে ইসলাম প্রচার ও প্রসারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

এম এ আউয়াল বলেন, সামনে দ্বাদশ নির্বাচন, এ নির্বাচনে আমরা যারা ধর্মীয় লাইনে কাজ করি, শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত আছি তাদের সরকার প্রতিষ্ঠা করতে হবে। সেই সরকার বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। এই সরকারকে আবার ক্ষমতায় আনতে হবে। তারা যতটুকু কাজ আমাদের জন্য করেছে, আবার ক্ষমতায় এলে বাকি কাজটুকুও করতে পারব। সেজন্যই এই সরকারের কোনো বিকল্প নাই। 

তিনি আরও বলেন, সরকারিভাবে ইসলাম প্রচার ও প্রসারে বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেসব গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন অতীতের কোনো সরকারই তা রাখতে পারেনি। বঙ্গবন্ধু ও শেখ হাসিনার এই অবদান জাতির ইতিহাসে চির স্মরণীয় হয়ে থাকবে।

আউয়াল বলেন, এই সরকারের কিন্তু অনেক অর্জন রয়েছে, সে অর্জনগুলো ম্লান হয়ে যাচ্ছে। আজকে দেশে ফসলের এত উৎপাদন হচ্ছে কিন্তু বাজার ঊর্ধ্বমুখী। মানুষ ঠিকমতো নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে পারছে না। কারণ সিন্ডিকেট করে কৃত্রিম সংকট তৈরি করে এক শ্রেণির মুনাফাভোগী মজুদদাররা বাজারের দ্রব্যমূল্য বৃদ্ধি করেছে। এতে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকারকে এদিকে কঠোর নজরদারি করতে হবে।

ইসলামী গণতান্ত্রিক পার্টির ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি কাজী মাসুদ আহম্মেদের সভাপতিত্বে আলোচনা সভা বক্তব্য রাখেন নেজামে ইসলাম বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা মো. হারিসুল হক, গণআজাদী লীগের মহাসচিব মো. আতাউল্লাহ, নেজামে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি আহসানউল্লাহ, ইসলামী গণতান্ত্রিক পার্টির যুগ্ম মহাসচিব মাওলানা মো. সামসুল ইসলাম প্রমুখ।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪