নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ছাত্রপক্ষ নামে নতুন একটি ছাত্রসংগঠন আত্মপ্রকাশ করেছে। আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে এর আত্মপ্রকাশ ঘটে।
আত্মপ্রকাশের সময় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে ৭১ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সেই কমিটির আহ্বায়ক মোহাম্মদ প্রিন্স এবং সদস্যসচিব আশরাফুল ইসলাম।
এই ছাত্রসংগঠনের বেশির ভাগ সদস্যই ২০১৮ সালের নিরাপদ সড়ক আন্দোলন ও কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
ছাত্রপক্ষের প্রধান উপদেষ্টা আসাদুজ্জামান ফুয়াদ। সংগঠনটির উপদেষ্টামণ্ডলীর সদস্যদের মধ্যে রয়েছেন আলী নাসের খান, যুবায়ের আহমেদ ভূঁইয়া, সানী আবদুল হক ও নাসরীন সুলতানা।
আত্মপ্রকাশ শেষে আহ্বায়ক কমিটির উদ্যোগে একটি মিছিল রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিজয়–৭১ চত্বরে শেষ হয়।
বা বু ম / এস আর