1. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  2. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  3. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০২:৫৩ অপরাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মারধর, মেয়র হানিফ ফ্লাইওভারে ওঠা–নামার পথে অবরোধ

  • সময় : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ৬৪

ঢাকা বিশ্ববিদ্যালয় সংবাদদাতা

চার সহপাঠীকে মারধরের প্রতিবাদে রাজধানীর আনন্দবাজারসংলগ্ন মেয়র হানিফ ফ্লাইওভারে ওঠার মুখের রাস্তা অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার পর তাঁরা এই অবরোধ করেন। এতে হানিফ ফ্লাইওভারে ওঠা–নামার সড়কসহ আশপাশের সব সড়কে যান চালাচল বন্ধ হয়ে তীব্র যানজট তৈরি হয়েছে।

অবরোধকারী শিক্ষার্থীদের অভিযোগ, ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশনের একজন ওয়ার্ড কাউন্সিলরের অনুসারীরা সন্ধ্যায় বিনা কারণে অমর একুশে হলের চার ছাত্রকে মারধর করেছেন। ওই ছাত্ররা ছাত্রলীগের সঙ্গে যুক্ত। এ ঘটনার বিচার চেয়ে শিক্ষার্থীরা মেয়র হানিফ ফ্লাইওভারের যাত্রাবাড়ী থেকে পলাশীমুখী সড়কের মুখ (ফ্লাইওভারে ওঠার স্থান) অবরোধ করেন।

অমর একুশে হলের এক ছাত্র প্রথম আলোকে বলেন, ‘আমাদের হলের সামনে সব সময়ই যানজট লেগে থাকে। সন্ধ্যার আগে আমাদের কয়েকজন বড় ভাই রাস্তার সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ঢাকার একজন ওয়ার্ড কাউন্সিলরের সমর্থকেরা ১০-১৫টি মোটরসাইকেল নিয়ে উল্টো পথে আসেন। আমাদের এক বড় ভাই, তাঁদের কাছে উল্টো পথে আসার কারণ জানতে চাইলে তাঁরা মারধর শুরু করেন। এতে চার ছাত্র আহত হন।’

এ সময় ছাত্রদের রক্ষায় হলের কর্মীরা এগিয়ে এলেও তাঁদেরও মারধর করা হয় বলে জানান ওই শিক্ষার্থী। ঘটনার সময় ওই কাউন্সিলর সেখানে উপস্থিত ছিলেন এবং তিনি অস্ত্র দেখিয়েছেন বলেও অভিযোগ বিক্ষুব্ধ শিক্ষার্থীদের।

এ ঘটনার প্রতিবাদে সন্ধ্যা সাতটার পরপরই রাস্তা অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে ফ্লাইওভারসংলগ্ন এলাকাসহ আশপাশের সড়কগুলোতে তীব্র যানজট তৈরি হয়। একপর্যায়ে ঘটনাস্থলে আসেন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাজহারুল কবির (শয়ন) ও সাধারণ সম্পাদক তানভীর হাসান (সৈকত)। তাঁরা বোঝানোর পর রাত নয়টার দিকে ফ্লাইওভারে ওঠার রাস্তাটি ছেড়ে দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। তবে ফ্লাইওভারের নিচ দিয়ে গুলিস্তানগামী সড়কটি রাত নয়টায় এই প্রতিবেদন লেখার সময়ও বন্ধ ছিল।

শিক্ষার্থীরা যে কাউন্সিলরের অনুসারীদের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছেন, সেই কাউন্সিলরও এক সময় ছাত্রলীগ করতেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমার বিরুদ্ধে এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি ছাত্রলীগ করে এসেছি। আমি কেন ছাত্রলীগের ওপর হামলা করব?’

তিনি তখন ওই সড়কে যাননি দাবি ওই কাউন্সিলর বলেন, ‘প্রয়োজনে আমার মুঠোফোনের অবস্থান ট্র্যাক করে দেখা যেতে পারে৷ যাঁরা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে ষড়যন্ত্র করছে, তাঁরা এটি কেন করছে- আমি সেই জবাব চাই।’

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪