ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া, ককটেল বিস্ফোরণসহ গোলাগুলির ঘটনায় আরও দুটি মামলা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে সদর থানার উপপরিদর্শক (এসআই) রাকিবুল হাসান ও সাইফুল ইসলাম বাদী হয়ে মামলা দুটি করেন। একটি মামলায় ৪৯ জন এবং অন্য মামলায় ৩৩ জনকে আসামি করা হয়েছে।
জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন নিয়ে গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সদ্য ঘোষিত কমিটির নেতা-কর্মীদের ওপর জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক রুবেল চৌধুরীর নেতৃত্বে পদবঞ্চিত নেতা-কর্মীরা হামলা করেন। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে মহাসড়কে যান চলাচলে বাধাসহ ভাঙচুর ও এলাকায় ত্রাস সৃষ্টি হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনটি কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এ ঘটনায় আজ দুটিসহ মোট তিনটি মামলা হয়েছে। তিনটি মামলায় ছাত্রদল, যুবদল ও কৃষক দলের নেতা-কর্মীদের আসামি করা হয়েছে।
এসআই রাকিবুল হাসানের করা মামলায় জেলা কৃষক দলের আহ্বায়ক আবু আরিফ মো. শামীম, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফোজায়েল চৌধুরী, সাবেক সদস্যসচিব মহসীন মিয়া, যুবদলের কুমিল্লার বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহীনুর রহমান, সদস্যসচিব সমীর চক্রবর্তী, সদর উপজেলা বিএনপির সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক কাউছার মিয়া, যুবদলের যুগ্ম আহ্বায়ক রুমেল উদ্দিন, আশুগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আলমগীর খাঁ, সদস্যসচিব সেলিম পারভেজ, সরাইল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শেখ জামাল হোসেন লস্কর, যুগ্ম আহ্বায়ক শেখ জুনায়েদ আহমেদ উল্লেখযোগ্য। মামলায় অজ্ঞাতনামা ১৩০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।
এসআই সাইফুল ইসলামের করা মামলায় জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক রুবেল চৌধুরী, সদস্যসচিব মহসিন মিয়া, বর্তমান আহ্বায়ক শাহীনুর রহমান, সদস্যসচিব সমীর চক্রবর্তী, যুবদল নেতা তাজুল ইসলাম, ইয়াছিন মাহমুদ, পৌর বিএনপির সভাপতি নজির আহাম্মেদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কৃষক দলের নেতা আবু আরিফ মো. শামীম, আশুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মারুফ আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক মো. নাইম, সদস্যসচিব আল আরাফাত উল্লেখযোগ্য। মামলায় অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে। মামলায় পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ও অবিস্ফোরিত ককটেল, পটকা, বাঁশের লাঠি, লোহার রড, রামদা জব্দের কথা উল্লেখ করে।
দলীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে শাহীনুর রহমানকে আহ্বায়ক, সমীর চক্রবর্তীকে সদস্যসচিব এবং পাঁচজনকে যুগ্ম আহ্বায়ক করে জেলা ছাত্রদলের আংশিক কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রদল। এর মধ্যে সমীর চক্রবর্তী আগের কমিটিতে যুগ্ম আহ্বায়ক ছিলেন। নতুন আহ্বায়ক কমিটিতে পদ পাওয়া ছাত্রদলের নেতা-কর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত সহকারী আবদুর রহমান ওরফে সানির বড় ভাই কবির আহমেদ ভূঁইয়ার অনুসারী বলে পরিচিত। কবির আহমেদ সদর উপজেলার বরিশল গ্রামের বাসিন্দা। এক মাসের মধ্যে আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। এর আগে ২০২২ সালের ১১ ফেব্রুয়ারি জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সেই কমিটির আহ্বায়ক ছিলেন রুবেল চৌধুরী।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম প্রথম আলোকে বলেন, ছাত্রদলের আহ্বায়ক কমিটি নিয়ে গতকাল নতুন কমিটি ও আগের কমিটির নেতা-কর্মীদের মধ্যে হামলা, ইটপাটকেল নিক্ষেপ, ককটেল বিস্ফোরণ, গুলিবর্ষণের ঘটনা ঘটে। গতকালের ঘটনায় নতুন করে আরও দুটি মামলা হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত মোট তিনটি মামলা হলো।
বা বু ম / অ জি