ক্রীড়া প্রতিবেদক
আশঙ্কাই সত্যি হলো। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে খেলা হচ্ছে না তামিম ইকবালের। ইতোমধ্যে চোটের কারণে আসন্ন টেস্ট থেকে ছিটকে গেছেন এই ফরম্যাটে টাইগারদের অধিনায়ক সাকিব আল হাসান। এবার পিঠের ব্যাথার কারণে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া টেস্টে খেলা হচ্ছে না তামিমের।
টাইগার এই ওপেনারের জায়গায় মাহমুদুল হাসান জয়কে দেখা যাবে একাদশে। জয়ের সঙ্গী হিসেবে থাকবেন ইনজুরি কাটিয়ে দলে ফেরা জাকির হাসান।
তামিমের খেলা নিয়ে ধোঁয়াশা ছিল আরও আগে থেকেই। তবুও শেষ পর্যন্ত অপেক্ষায় ছিল টিম ম্যানেজমেন্ট। তামিমকে নিয়ে হাথুরু বলছিলেন, ‘আমার মনে হয় সে অনুশীলন করতে যাচ্ছে। আমরা দেখবো সে কেমন অনুভব করে। একদিন আগেও অনুশীলন করেছে, তখন ব্যাটিং ও ফিল্ডিংয়ের সময় অস্বস্তি অনুভব করেছে তামিম। তাই আজ সে আবার অনুশীলন করবে এবং অনুশীলনের পর তাকে পর্যবেক্ষণ করা হবে।’
এদিকে, ফেরার চেষ্টায় ছিলেন বাঁহাতি এই ওপেনারও।ইনজুরি থাকলেও দলের সঙ্গে অনুশীলন করেছেন তামিম। গতকাল রোববার নেট প্রাকটিসে ফিটনেসের পাশাপাশি ব্যাট হাতেও দেখা গিয়েছিল টাইগার এই ওপেনারকে। তবে তার ইনজুরির প্রভাব স্পষ্টই বোঝা যাচ্ছিল। কেননা অনুশীলনের মধ্যে বারবার পিঠে কোমরে হাত দিচ্ছিলেন তামিম। তবে অনুশীলনে কখনই তামিমকে পুরোপুরি স্বস্তিতে দেখা যায়নি।
আফগানদের বিপক্ষে বাংলাদেশ দল: লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল (ছিটকে গেছেন), জাকির হাসান, নাজমুল হোসেন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, ইবাদত হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মাহমুদুল হাসান, শাহাদাত হোসেন, মুশফিক হাসান।
বা বু ম / অ জি