1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:০৯ অপরাহ্ন

মাঠে থেকেই ম্যান সিটির ইতিহাস গড়া দেখলেন সাকিব

  • সময় : রবিবার, ১১ জুন, ২০২৩
  • ২০৪

ক্রীড়া প্রতিবেদক ঢাকা

আন্তর্জাতিক ফুটবল, বিশেষ করে সেটা যদি হয় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ; সেই উত্তেজনার একটা ঢেউ সব সময়ই এসে পড়ে বাংলাদেশ ক্রিকেট দলের ড্রেসিংরুমে। ইউরোপিয়ান ফুটবলের বড় ম্যাচের আগে-পরেও উত্তেজনার বাষ্প ছড়ায় সেখানে।

তবে সেটার অন্যতম শর্ত—অবশ্যই সে ম্যাচে মেসি, রোনালদোর উপস্থিতি থাকতে হবে। একটা সময় যখন এ দুজন বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের তাঁবুতে ছিলেন, ভৌগোলিক দূরত্বকে ছিন্ন করে সেটি বাংলাদেশ ড্রেসিংরুমেও তৈরি করে রাখত অদৃশ্য বিভাজন রেখা।

এ দুজন যেহেতু ছিলেন না, স্বাভাবিকভাবেই এবারের চ্যাম্পিয়নস লিগ ফাইনাল নিয়ে মিরপুরে সে রকম উত্তেজনার আবহ তৈরি হয়নি। রাত জেগে ম্যানচেস্টার সিটি বনাম ইন্টার মিলান ফাইনাল দেখা দর্শক দু-চারজন তবু ছিলেন আজ ড্রেসিংরুমে। তাঁদের মধ্যে ম্যান সিটি-ইন্টার ফাইনাল নিয়ে মৃদু আলোচনাও হলো।

তবে সে আলোচনার বিষয়বস্তু যত না ম্যান সিটি, ইন্টার, হলান্ড বা সিটিকে একমাত্র গোলে শিরোপা জেতানো রদ্রি, তার চেয়ে বেশি ম্যান সিটিকে প্রথম চ্যাম্পিয়নস লিগ শিরোপা এনে দিয়ে ট্রেবল জেতানো কোচ পেপ গার্দিওলাকে নিয়ে। গার্দিওলার বেশ কয়েকজন ভক্তও আছেন বাংলাদেশ দলে।

অবশ্য চ্যাম্পিয়নস লিগের ফাইনাল নিয়ে মিরপুরে আলোচনাটা বেশি জমে উঠতে পারে আরও দু-এক দিন পর। মুশফিক, লিটন, মিরাজরা যে তখন হাতের কাছে এমন একজনকে পেয়ে যাবেন, যিনি কাল রাতে তুরস্কের ইস্তাম্বুলে স্বচক্ষে দেখেছেন চ্যাম্পিয়নস লিগের ফাইনাল—সাকিব আল হাসান।

যুক্তরাষ্ট্র থেকে ফিরে সাকিব পরদিনই গিয়েছিলেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে সংক্ষিপ্ত মিটিং সেরে চলে গেলেও গত বৃহস্পতিবার করে গেছেন ফিটনেস ট্রেনিং।

চ্যাম্পিয়নস লিগ ফাইনাল দেখতে ইস্তাম্বুলে যাওয়ার পরিকল্পনা সাকিবের তার আগে থেকেই। সে পরিকল্পনা অনুযায়ীই ঢাকা ছেড়েছেন গতকাল ভোরে। কাল ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে বসে উপভোগ করেছেন ফাইনাল। ফাইনালটা তিনি কেমন উপভোগ করেছেন, তা অবশ্য জানা যায়নি। মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি সাকিবকে।

তবে সাকিবের একাধিক ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে কাল রাতে তাঁর চ্যাম্পিয়নস লিগ ফাইনাল দেখার খবর। ১৩ জুন সকালে সাকিবের দেশে ফেরার কথা।

আঙুলের চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দলে নেই সাকিব। তাঁর পরিবর্তে টেস্টে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন লিটন দাস। সাকিবের খেলায় ফেরার কথা ওয়ানডে সিরিজ দিয়ে।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪