1. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  2. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  3. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকাবাসীকে নিরাপত্তা প্রদানের মহান দায়িত্বে পিছিয়ে থাকার কোন সুযোগ নেই-ডিএমপি কমিশনার আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল সবজি, পেঁয়াজ ও মুরগির দাম কমলেও, কমেনি আলুর দাম ঘোষিত হলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ডিএমপি কমিশনার মোঃ সাজ্জাত আলীর দায়িত্বভার গ্রহণ নতুন পুলিশ প্রধানের দায়িত্বভার গ্রহণ এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে জনগণই সকল ক্ষমতার মালিক হবেন- প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা ও খালেদা জিয়ার সাক্ষাৎ ঢাকা মহানগরে ব্যাটারিচালিত রিকশা বন্ধে হাইকোর্টের নির্দেশ প্রয়োজনীয় কিছু সংস্কার শেষেই দ্রুত সম্ভব নির্বাচন সংঘটিত হবে-আইন উপদেষ্টা

অবশেষে হেরে গেলেন “ফেলুদা”

  • সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২০
  • ১৯৯

মাত্র কিছুক্ষণ আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রবীণ অভিনেতা, কবি, আবৃত্তিকার, নাট্যকার ও নাট্য নির্দেশক সৌমিত্র চট্যোপাধ্যায় ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর ৷ টানা প্রায় ৪০ দিন নার্সিংহোমে চিকিৎসা চলার পরে, আজ দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে সবার প্রিয় “পুলুদা”-র জীবনাবসান ঘটে৷
সৌমিত্রবাবুর শরীরে করোনা-র নানা প্রভাব দেখা দেওয়ায়, গত ৬ই অক্টোবর সকালে তাঁকে দক্ষিণ কলকাতার বেলভিউ নার্সিৎহোমে ভর্তি করা হয় ৷ কোভিড পরীক্ষার রিপোর্ট আসে “পজিটিভ”৷

কিন্তু, মাত্র দু’দিনের মধ্যেই তিনি করোনা-মুক্ত হয়ে ওঠেন৷ তাতে অবশ্য খুব একটা লাভ হয় না ৷ কারণ, ততক্ষণে করোনার প্রভাবে শিল্পীর মাথায় হানা দিয়েছে “এনসেফালোপ্যাথি” ৷ চিকিৎসা শুরু হওয়ার পরে তাঁর জ্বর ও শ্বাসকষ্ট অনেকটা প্রশমিত হলেও, ক্রমশ সেগুলি বাড়তে থাকে ৷ তাঁর জন্য ১৬জন চিকিৎসকের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয় ৷ যার প্রধান ছিলেন ডা: অরিন্দম কর ৷ ধীরে ধীরে তাঁর শরীরে প্রবল অস্থিরতা দেখা দেয় ৷ ফলে, মাথার এম আর আই করা সম্ভব হয় না৷ পরে, তা করা হলে দেখা যায়, অত্যন্ত ভয়ের কিছু নেই৷ কিন্তু, সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্কট তাতে কমে না ৷ কেননা, তিনি আগে থেকেই প্রোস্টেট ক্যানসার, নিউমোনিয়া এবং শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন ৷ এতে চিকিৎসকরা উদ্বিগ্ন হয়ে পড়েন ৷

তাঁকে কেবিন থেকে আই সি ইউ-তে স্থানান্তরিত করতে হয় ৷ সেখানে নানা পরীক্ষা-নিরীক্ষা এবং আরও উন্নত চিকিৎসা শুরু হতেই, তাঁর শারীরিক পরিবর্তন ঘটে৷ তিনি চিকিৎসায় উল্লেখযোগ্যভাবে সাড়া দিতে থাকেন ৷ তাঁর জ্বর কমে যায়৷ কিডনি, লিভার, হৃদযন্ত্র ঠিকমত কাজ করতে থাকে ৷ রক্তচাপও স্বাভাবিক হয়ে ওঠে৷ রক্তের নানা পরীক্ষায় নতুন কোনও সংক্রমণও ঘটে না ৷ তিনি চিকিৎসকদের ডাকে সাড়াও দিচ্ছেলেন৷ আশ্বস্ত হন চিকিৎসকরা৷ বন্ধ করে দেওয়া হয় স্টেরয়েড ৷ তাঁরা কয়েকদিনের মধ্যে সৌমিত্রবাবুকে হাঁটাচলা করানোর কথাও ভাবছিলেন৷ কিন্তু, তাতে তাঁর অস্থিরতা আবার বাড়তে থাকে ৷ নতুন ধরণের সমস্যা তৈরি হয় মস্তিস্কে ৷ চেতনাশক্তি ক্ষীণ হয়ে পড়ে৷ দেখা যায়, করোনা৷-সংক্রান্ত এনসেফালোপ্যাথি আবার বাড়তে শুরু করেছে৷ ফলে, আবার চিকিৎসকরা ইমিউনোগ্লোবিন ও স্টেরয়েড প্রয়োগ করেন ৷ দেশ-বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করা হয় ৷ তাঁরা জানান, এনসেফালোপ্যাথি-র কারণে কোনও রোগী টানা ৩ মাসও এই অবস্থায় থাকতে পারেন৷ সেক্ষেত্রে, অপেক্ষা করা ছাড়া অন্য উপায় নেই ৷


কিন্তু, এরপর দেখা যায় দিনের পর দিন তাঁর শারীরিক অবনতি ঘটছে ৷ নানা ধরণের ওষুধপত্র দিয়ে, এমনকি ডায়ালেসিস করেও প্রার্থিত ফল পাওয়া যায় না ৷ বরং দেখা যায় ক্রমশ চেতনাশক্তি বিলুপ্ত হচ্ছে ৷ পাল্লা দিয়ে কমছে রক্তচাপ ও রক্তে অক্সিজেনের মাত্রা ৷ পাশাপাশি শরীরের অন্যান্য যন্ত্রাংশ বিকল হতে শুরু করে৷ গতকাল মেডিকেল বোর্ডের প্রধান ডা: অরিন্দম কর একরকম স্বীকারই করে নেন যে, সম্ভবত সৌমিত্র চট্টোপাধ্যায়ের “ব্রেণ ডেথ” ঘটেছে ৷ অতএব, ঈশ্বরের উপর ভরসা করলে যদি কোনও অলৌকিক কিছু ঘটে! কারণ, গত ২৪ ঘন্টায় তাঁর শারীরিক কোনও উন্নতি ঘটেনি ৷ বরং অবনতি হয়েছে৷
একথা তিনি প্রবীণ শিল্পীর বাড়ির লোকেদেরও জানিয়ে দেন ৷


শেষে রবিবার দুপুরে সত্যজিৎ রায়ের “অপু” হৃদরোগে আক্রান্ত হয়ে, গোটা পৃথিবীতে তাঁর অগণিত গুণমুগ্ধদের শোকাচ্ছন্ন করে, শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷
তাঁর মৃত্যুতে শুধু টলিউডের শিল্পী ও কলাকুশলীরাই নন, বলিউড অর্থাৎ মুম্বাইয়ের চলচ্চিত্র জগতও গভীর শোক প্রকাশ করেছেন৷

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪