দেশে করোনাভাইরাসের প্রকোপ শুরু হওয়ার কারণে উপার্জনহীন হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। এমন অসহায় মানুষের কষ্ট লাঘবে ত্রাণ সহায়তা শুরু করে সরকার। গতকাল পর্যন্ত এই ত্রাণের উপকারভোগী মানুষের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় সাড়ে ৬ কোটি।
৬৪ জেলার প্রশাসন থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানানো হয়, এখন পর্যন্ত ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে ১ কোটি ৪৫ লাখ ৭ হাজার ৯৮৫টি পরিবারের কাছে। এতে উপকারভোগী লোকের সংখ্যা ৬ কোটি ৪৪ লাখ ৬৭ হাজার ৬৩৩ জন। অর্থাৎ এরা সবাই সরকারের ত্রাণ পেয়েছে।
সারাদেশে গত শুক্রবার পর্যন্ত বরাদ্দ দেওয়া হয়েছে ২ লাখ ১ হাজার ৪১৭ মেট্রিক টন চাল। বিতরণ করা হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৮৯৮ মেট্রিক টন। নগদ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে ১১৬ কোটিরও বেশি। বিতরণ করা হয়েছে ৭৬ কোটি ৩৭ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকা। এসব নগদ টাকা পেয়েছেন ৩ কোটি ৮৬ লাখ ৫৭ হাজার ৮১৪ জন।