ডেস্ক রিপোর্ট –
শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতির অংশ হিসেবে ডেসকো’র ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ(অব:) ঢাকার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বসুন্ধরা সার্বজনীন পূজা মন্ডপ পরিদর্শনের সময় তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে বিদ্যুৎ ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন ডেসকো’র নির্বাহী পরিচালক অপারেশন প্রকৌশলী মোঃ রশিদুর রহমান ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।
ডেসকো’র এমডি শামীম আহমেদ বলেন, “ডেসকো আওতাধীন সকল পূজামন্ডপে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে রোস্টারভিত্তিক পর্যবেক্ষণ অব্যাহত থাকবে।” পরিদর্শনকালে তিনি বনানী সার্বজনীন পূজা মন্ডপেও যান এবং বিদ্যুৎ সরবরাহ ও নিরাপত্তা ব্যবস্থাপনা সরেজমিনে পর্যালোচনা করেন।
ডেসকো’র নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রকৌশলী মোঃ জিলহাজ উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।