নিজস্ব সংবাদদাতাঃ
খিলক্ষেত থানায় একটি গাড়ী ছিনতাইয়ের ঘটনায় এজাহার দায়ের হয়েছে। গত ২ জুলাই ২০২৫, রাতে ঢাকার কুড়িল বিশ্ব রোডে ঘটে এই ঘটনায় শেয়ার ব্যবসায়ী হুমায়ূন কবির (৫৯) এবং তার ব্যবসায়িক পার্টনার হারুন অর রশিদ (৪৬) উদ্বিগ্ন।
এজাহারে অভিযোগ করা হয়েছে যে, হুমায়ূন কবিরের ব্যবসায়িক পার্টনারের মালিকানাধীন Toyota Hiace GL গাড়ীটি (মূল্য ৩৫,৫০,০০০ টাকা) ২ জুলাই রাতে ঢাকা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়েছিল। সেই সময়, অজ্ঞাতনামা ৩/৪ জন পুলিশ পরিচয়ে সশস্ত্র ব্যক্তি গাড়ীটিকে সিগন্যাল দিয়ে থামিয়ে ড্রাইভার মেহেদী হাসান জুয়েলকে চোখ বেঁধে গাড়ীর ড্রাইভিং সিটে বসিয়ে গাড়ীটি ছিনতাই করে নিয়ে যায়।

ঘটনার পর, গাড়ীটি ৩০০ ফুট এলাকার বাইরে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ড্রাইভারকে মারধর করা হয় এবং পরবর্তীতে রূপগঞ্জ এলাকার জল সিঁড়ি নামক স্থানে ড্রাইভারকে হাত-পা বাঁধা অবস্থায় ফেলে রাখা হয়। পরে, ড্রাইভার মেহেদী হাসান জুয়েল রাত ০৩:৪০ ঘটিকার সময় হুমায়ূন কবিরকে ফোন করে এই ঘটনা বিস্তারিত জানান।
বিষয়টি সন্দেহজনক হওয়ায় তদন্তের জন্য খিলক্ষেত থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটি বর্তমানে মামলা নং ৩/১২৫ হিসেবে রুজু করা হয়েছে। গাড়ীটির অবস্থান নির্ধারণের জন্য জিপিএস ট্র্যাকিং ব্যবহার করা হলেও কোথাও গাড়ীটি পাওয়া যায়নি। তবে, ঘটনার সাথে ড্রাইভার মেহেদী হাসান জুয়েল জড়িত থাকার সন্দেহ রয়েছে।
এখনো পর্যন্ত কোনো ক্লু না পাওয়ায়, বিষয়টি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ করা হয়েছে।