নিজস্ব প্রতিবেদক
২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নারী উদ্যোক্তাদের জন্য ১২৫ কোটি টাকার বিশেষ তহবিল বরাদ্দ রাখা হয়েছে। ব্যবসার পরিবেশ অধিকতর উন্নত করে তাদের অর্থনৈতিক ক্ষমতায়ন সুদৃঢ় করার লক্ষ্যে এই বরাদ্দ প্রস্তাব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
এর আগে ২০২৩–২৪ অর্থবছরে বাজেট বরাদ্দ ছিল ৪ হাজার ৭৫৫ কোটি টাকা। যা ছিল মোট বাজেটের শূন্য দশমিক ৬ শতাংশ।
সোমবার বিকাল ৩টায় বাজেট বক্তৃতায় তিনি এ ঘোষণা দেন। বাজেট বক্তব্যে অর্থ উপদেষ্টা বলেন, নারীর নিরাপত্তা ও ক্ষমতায়ন নিশ্চিত করতে জাতীয় মহিলা প্রশিক্ষণ ও উন্নয়ন একাডেমির আওতায় দক্ষতাভিত্তিক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। উপজেলা পর্যায়ে মহিলা প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে নারীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যাতে তারা আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারেন।
ড. সালেহউদ্দিন জানান, নারীর ক্ষমতায়ন ও দারিদ্র্য বিমোচনে ভিডব্লিউবি কর্মসূচির আওতায় নির্বাচিত ২০ হাজার নারীকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। নারী উদ্যোক্তাদের জন্য ব্যবসার পরিবেশ অধিকতর উন্নত করে তাদের অর্থনৈতিক ক্ষমতায়ন সুদৃঢ় করার লক্ষ্যে আগামী অর্থবছরে ১২৫ কোটি টাকার তহবিল বরাদ্দের প্রস্তাব করছি।
অর্থ উপদেষ্টা আশা প্রকাশ করেন, প্রস্তাবিত এই বরাদ্দ ও কার্যক্রম নারীর অংশগ্রহণমূলক অর্থনীতিকে আরও শক্তিশালী করবে এবং নারীদের আত্মকর্মসংস্থানে নতুন সম্ভাবনা তৈরি করবে। ভবিষ্যতে তাদের অবদান আর্থিক মানদণ্ডের ভিত্তিতে জিডিপিতে যোগ করার লক্ষ্যে প্রয়োজনীয় পদ্ধতিগত পদক্ষেপ নেয়া হবে।
শিশুদের বিষয়ে তিনি বলেন, জুলাই বিপ্লবে শিশু শহীদদের ৮৪টি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে এবং এ বিপ্লবে আহত শিশুদের মূল ধারায় ফিরিয়ে আনতে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।