নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার হেনরিখ ক্লাসেন। সোমবার (২ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে ক্রিকেট ছাড়েন ক্লাসেন। মূলত পরিবারকে সময় দিতেই দেশের জার্সি তুলে রাখছেন এই প্রোটিয়া হার্ডহিটার ব্যাটার।
বিদায়ী বার্তায় সোশ্যাল মিডিয়ায় স্ত্রী ও কন্যার সঙ্গে একটি ছবি পোস্ট করে ক্লাসেন লেখেন, ‘আমি আজ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছি। এটা আমার কাছে অন্যতম দুঃখের দিন। আমার ও আমার পরিবারের জন্য এই সিদ্ধান্তটা সঠিক হবে কি না সেটা নিয়ে আমি অনেক সময় নিয়ে সিদ্ধান্ত নিয়েছি।’
‘কঠিন ছিল সিদ্ধান্ত নেওয়া। বুকে প্রোটিয়াদের লোগো নিয়ে খেলতে নামা আমার কেরিয়ারে সবচেয়ে বড় সম্মানের। আমি প্রোটিয়াদের হয়ে আর ক্রিকেট না খেললেও সবসময়ে সবচেয়ে বড় প্রোটিয়া সমর্থক হয়ে থাকব। আমার এই যাত্রায় যারা আমার পাশে ছিলেন তাঁদের সকলকে ধন্যবাদ। আপাতত আমি পরিবারকে আরও বেশি সময় দেব।’- আরো যোগ করেন ক্লাসেন।
দক্ষিণ আফ্রিকার হয়ে তিন ফরম্যাটেই খেলেছেন ক্লাসেন। তাতে ১২২ ম্যাচে রান করেছেন ৩২৪৫। ওয়ানডেতে সেঞ্চুরি আছে চারটা। তিন ফরম্যাটের মধ্যে টি-টোয়েন্টিতেই বেশি সফল ছিলেন ক্লাসেন।