স্পোর্টস প্রতিবেদক
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব নেওয়ার প্রথম কর্মদিবসেই অফিসে হাজির হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। ঘরোয়া ক্রিকেটের আম্পায়ারদের মিটিংয়ে উপস্থিত ছিলেন তিনি।
মিটিয়ে আরও উপস্থিত ছিলেন বিসিবি’র আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু। ঘরোয়া ক্রিকেটের আম্পায়ারদের নিয়ে এই মিটিংয়ে উপস্থিত ছিলেন আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।
বিসিবি সভাপতির দায়িত্ব পাওয়ার পর এটি আমিনুল ইসলাম বুলবুলের প্রথম কোন কর্মশালা বা কর্মসূচিতে যোগ দেওয়া। এর আগে, বিসিবি’র সদ্য বিদায়ী সভাপতি ফারুক আহমেদ বিদায় নেওয়ার একদিন বাদেই দেশের ক্রিকেট সর্বোচ্চ নিয়ন্ত্রা সংস্থার দায়িত্ব নেন বুলবুল।