স্টাফ রিপোর্টার-
রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই ভবনে অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৪৫ জনের মৃত্যু হয়েছে। এদের বেশিরভাগই অক্সিজেন স্বল্পতায় শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দীন।
গতকাল বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দিনগত রাত সোয়া ১টায় ঘটনাস্থলে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, ‘বেইলি রোডের কাচ্চি ভাই ভবনে একাধিক রেস্টুরেন্টে সিলিন্ডারও ছিল। এজন্য ভবনটি ছিল অগ্নিচুল্লির মতো। যার জন্য দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ে।’
ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দীন বলেন, ‘গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি।’