1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :

যশোরে করোনার উপসর্গ নিয়ে মৃত ২ জনসহ নতুন শনাক্ত ৪৪

  • সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২০
  • ২৬৪

যশোরে উপসর্গ নিয়ে মারা যাওয়া ২ জনসহ নতুন করে ৪৪ জনের কোভিড-১৯ নভেল করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই নিয়ে মঙ্গলবার পর্যন্ত যশোর জেলায় ৬শ’৬ জন করোনা রোগী শরাক্ত হলেন।

যশোর সিভিল সার্জন অফিসের দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা ডা.রেহেনওয়াজ জানান, গত ২৪ ঘন্টায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৩৬ জনের নমুনা পরীক্ষায় মোট ৪৬ জনের করোনা শনাক্ত হয়। এরমধ্যে নতুন রোগী ৪৪ জন। তাদের মধ্যে যশোর সদর উপজেলায় ৩৫ জন, মণিরামপুর উপজেলায় ৭ জন ও ঝিকরগাছা উপজেলায় ২ জন রয়েছেন। বাকি ২ জনের মধ্যে ১ জন পুরাতন রোগী। তার নমুনার পরীক্ষায় ফলাফল ফলোআপ পজেটিভ এসেছে। আরেকজনের পরিচয় মেলানো সম্ভব হয়নি।

কেননা করোনা পরীক্ষার জন্য যাদের নমুনা ল্যাবে পাঠানো হয়েছিলো সেই তালিকায় ওই নামে কাউকে পাওয়া যায়নি। অন্য জেলার ফলাফল যশোরের তালিকায় চলে আসতে পারে।

ডা. রেহেনেওয়াজ আরো জানান, চলতি সপ্তাহে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ২ জন মারা গিয়েছিলেন। নমুনা পরীক্ষায় তাদের শরীরে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে। তিনি জানান, এরআগে সোমবার বিকেলে করোনা ডেডিকেটেড জিডিএল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান যশোর উপশহর ই ব্লকের বাসিন্দা ও বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার লুৎফুর রহমান (৮০)।

এই নিয়ে মঙ্গলবার পর্যন্ত যশোরে করোনায় আক্রান্ত হয়ে মোট ১৩ জনের মৃত্যু হলো।যবিপ্রবির এনএফটি বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার জানিয়েছেন, জিনোম সেন্টারে যশোর জেলার ৪৬ জন ছাড়াও মাগুরা জেলার ৩৭ জনের নমুনা পরীক্ষায় ৬ জনের শরীরে কোভিডের জীবাণু পাওয়া গেছে।

সবমিলিয়ে ১৭৩ জনের নমুনা পরীক্ষা করে ৫২ জনের করোনা পজিটিভ এবং ১২১ জনের নেগেটিভ ফলাফল এসেছে। যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, ফলাফলের কপি সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে পাঠিয়ে দেয়া হয়েছে। তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪