নিজস্ব প্রতিবেদক
রাজধানীর উত্তরা পশ্চিম থানয় দায়ের করা একটি ধর্ষণ মামলার পলাতক আসামি মো. মেহেদী হাসান সুমনকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাব-৩ ।
শুক্রবার (১৮ আগস্ট) র্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, বৃহস্পতিবার রাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন এলাকা থেকে সুমনকে গ্রেপ্তার করে র্যাব-৩ এর একটি দল। গ্রেপ্তার সুমন ২০২২ সালের উত্তরার পশ্চিম থানায় দায়ের করা ধর্ষণ মামলার আসামি। ধর্ষণ মামলা রুজু হওয়ার পর পরই পালিয়ে যান সুমন। তার বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জে। পলাতক অবস্থায় তিনি রাজধানীর বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।
তিনি আরও জানান, সবশেষে গতকাল র্যাব-৩ এর গোয়েন্দা নজরদারির ভিত্তিতে গ্রেপ্তার করা হয় তাকে। সুমনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।
বা বু ম / অ জি