নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃক বেসরকারি পোস্টগ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকদের ভাতা বাড়ানোর দাবি প্রসঙ্গে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
শনিবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের নার্সিং অনুষদ কর্তৃক গ্র্যাজুয়েট নার্সিং বিভাগের ৯ম ব্যাচের র্যাগ ডে উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আশ্বাস দেন।
উপাচার্য বলেন, বেসরকারি পোস্টগ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকদের ভাতা বৃদ্ধির দাবির সঙ্গে আমরাও একমত। আমরা প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেব।
শারফুদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের নার্সদের ফিলিপাইন, ভারতের কেরালার মতো হতে হবে। এজন্য রোগীদের সঙ্গে হাসিমুখে ভালো ব্যবহার করতে হবে, রোগীর বেড, রোগীর পালস, শরীরের তাপমাত্রা এসবের দিকে খেয়াল রাখতে হবে। সবমিলিয়ে চিকিৎসাসেবা দিয়ে রোগীদের আস্থা অর্জন করতে হবে।
এসময় উপাচার্য তার বক্তব্যে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
এদিকে চিকিৎসকদের বকেয়া ভাতা প্রদান করা হলেও এবার এক দফা দাবিতে কঠোর আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন বেসরকারি পোস্টগ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। তারা বলছেন, বকেয়া ভাতা ফেরত পেলেও নতুন করে ভাতা বৃদ্ধির বিষয়ের কোনো উন্নতি হয়নি। এ অবস্থায় আগামীকাল (রোববার) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় আমরা অনশনে বসব।
বা বু ম / অ জি