1. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  2. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  3. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৬:৩৩ অপরাহ্ন

১৮৪ কোটি টাকার বাজেট ঘোষণা : লাকসাম পৌরসভা

  • সময় : রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ৭৪

লাকসাম সংবাদদাতা

নতুন কোনো করারোপ ছাড়াই রবিবার (২৫ জুন) লাকসাম পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরে ১৮৪ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক মো. আবুল খায়ের এই বাজেট ঘোষণা করেন।

ওইদিন সকাল ১১টায় লাকসাম পৌরসভা কার্যালয়ের তৃতীয় তলায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই বাজেট ঘোষণা করা হয়।

এবারের বাজেটে নতুন কোনো কর আরোপ না করে করের আওতা বৃদ্ধি করা হয়েছে।তবে গতবারের চাইতে এবারের বাজেটে প্রায় ১৬ কোটি টাকা বেশি বরাদ্দ রাখা হয়েছে।

পৌরসভা সূত্রে জানা গেছে, এবারের বাজেটে মোট আয় ধরা হয়েছে ১৮৩ কোটি ৮৭ লাখ ৪১ হাজার ৫৪৪ টাকা। ৫ কোটি ৭২ লাখ ৭১ হাজার ৫৪৪ টাকা বাজেট উদ্বৃত্ত রেখে বাজেটে ব্যয় ধরা হয়েছে ১৭৮ কোটি ১৪ লাখ ৭০ হাজার টাকা।

বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ২৮ কোটি ৮৩ লাখ ৫০ হাজার ৬৯২ টাকা।

যাহা গত বছরের চেয়ে সাড়ে ৪ কোটি টাকারও বেশি। রাজস্ব ব্যয় ধরা হয়েছে ২৫ কোটি ৫০ লাখ ৭০ হাজার টাকা। বাজেটে উন্নয়ন আয় ধরা হয়েছে ১৫৩ কোটি ৯ লাখ ৩৭ হাজার ৮০০ টাকা ব্যয় ধরা হয়েছে ১৫০ কোটি ৭৯ লাখ টাকা।

বাজেট ঘোষণাকালে মেয়র অধ্যাপক মো. আবুল খায়ের বলেন, এবারের বাজেটে সর্বোচ্চ রাস্তাঘাট নির্মাণ খাতে ৫০ কোটি টাকা, পানি নিষ্কাশন ও জলবদ্ধতা নিরসনকল্পে ১৫ কোটি টাকা, পৌরসভার অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ৫০ কোটি টাকা এবং পৌর অডিটোরিয়াম ও মাল্টিপারপাস ভবন নির্মাণ খাতে ২০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

এছাড়া, পৌর নাগরিকদের চিত্তবিনোদনের জন্য পৌর শহরের খান্দানী বাড়ির সামনে রেলওয়ে জলাশয়, গাজিমুড়া মাদরাসা দিঘী, জগন্নাথ দিঘী এবং নবাব ফয়জুন্নেছার চারঘাটলা দিঘীর চার পাশে ২০ কোটি টাকা ব্যয়ে সৌন্দর্যবর্ধন ও ওয়াকওয়ে নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।

পৌর মেয়র অধ্যাপক মো. আবুল খায়ের আরো বলেন, লাকসাম পৌর শহরের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য লিফট সুবিধাসহ ৭ তলা বিশিষ্ট আবাসন ব্যবস্থার জন্য এবারের বাজেটে বরাদ্দ রাখা হয়েছে। নাগরিক সুবিধা নিশ্চিতকল্পে এবং পৌরসভাকে আধুনিক, পরিবেশবান্ধব, যানজটমুক্ত, তথ্য ও প্রযুক্তিনির্ভর একটি পরিচ্ছন্ন বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে বর্তমান পৌর পরিষদ নিরলসভাবে কাজ করছেন।

লাকসাম পৌরসভাকে সারা দেশে একটি মডেল পৌরসভা রূপান্তরে আন্তরিক সহযোগিতার জন্য সাংবাদিক, সুশীল সমাজ, পৌর নাগরিকসহ সকলকে ঐক্যবদ্ধ ও আন্তরিকভাবে এগিয়ে আসতে পৌর মেয়র সবার প্রতি আহবান জানান।

পৌরসভার প্রধান নির্বাহী অফিসার (সিইও) সুমিত সাহার সভাপতিত্বে এবং পৌরসভা সচিব মো. নূর আজম শরীফের প্রাণবন্ত সঞ্চালনায় বাজেট অধিবেশনে অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন লাকসাম প্রেস ক্লাবের সভাপতি মো. তাবারক উল্লাহ কায়েস, সহসভাপতি মুজিবুর রহমান দুলাল, সাংবাদিক মো. নাসির উদ্দিন চৌধুরী, মো. আবদুল কুদ্দুস প্রমুখ।

এ সময় অন্যান্যদের মধ্যে প্যানেল মেয়র-১ খলিলুর রহমান, প্যানেল মেয়র-২ শাহজাহান মজুমদার, পৌর কাউন্সিলর মোহাম্মদ উল্লাহ, মো. গোলাম রাব্বানী, অ্যাডভোকেট মাসুদ হাসান, আবদুল আজিজ, আবু ছায়েদ বাচ্চু, মো. দেলোয়ার হোসেন, মোশফেকা আলম মিতা, নাসিমা সুলতানা, নাছিমা আক্তার, হিসাবরক্ষণ কর্মকর্তা আখতার হোসেন, নির্বাহী প্রকৌশলী মোজাম্মেল হক, সচিব মো. নূর আজম শরীফ, প্রধান সহকারী আবুল খায়ের প্রমুখ উপস্থিত ছিলেন।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪