রাজধানীর ঢাকায় হঠাৎ ঝড়-বৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২৬ মে) রাত ৯টার পর ঝড়ো বাতাসের সঙ্গে বৃষ্টি পড়লেও তা বেশিক্ষণ স্থায়ী ছিল না।
সন্ধ্যার পর থেকেই রাজধানীর আকাশ ছিল মেঘলা। দুয়েক জায়গায় মাঝেমধ্যে গুড়িগুড়ি বৃষ্টিও হয়। ঠাণ্ডা বাতাসে গরমের ভাবটাও কেটে যায়। আর রাত ৯টার পর বাতাসের সঙ্গে এক পশলা বৃষ্টি হলেও বেশিরভাগ এলাকায় তা অল্প সময়ের মধ্যেই আবার থেমে যায়।
এদিকে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। ফলে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। আশঙ্কা রয়েছে জলোচ্ছ্বাসেরও। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।মঙ্গলবার (২৬ মে) বিকেলে এক সতর্কবার্তায় এসব তথ্য জানায় আবহাওয়া অধিদফতর।
সতর্কবার্তায় আরও বলা হয়, ‘বায়ুচাপের তারতম্যের আধিক্য ও অমাবস্যার প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলোর নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ২ থেকে ৩ ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অফিস।বিকেল ৪টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ