1. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  2. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  3. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০১:৩৪ পূর্বাহ্ন

ঈদে লক্কড়-ঝক্কড় বাস ঢাকার বাইরে না পাঠানোসহ ৫ নির্দেশনা

  • সময় : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ৮১

নিজস্ব প্রতিবেদক

আসন্ন পবিত্র ঈদুল আজহায় ঢাকা শহরের লক্কড়-ঝক্কড় (ফিটনেসবিহীন) কোনো বাস ঢাকার বাইরে রিজার্ভে না পাঠানোসহ ৫টি নির্দেশনা দিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।

মঙ্গলবার (২০ জুন) সমিতির দপ্তর সম্পাদক সামদানী খন্দকারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে সাংগঠনিক প্রস্তুতি ও করণীয় বিষয়ে জরুরি আলোচনা করার জন্য গত ১৯ জুন সমিতির কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ঢাকার প্রায় ১২০টি পরিবহন কোম্পানির চেয়ারম্যান, এমডি, সবগুলো রুট মালিক সমিতি, গাবতলী ব্যতীত অন্যান্য সব টার্মিনাল মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ।

 সভায় আলোচনা ও পর্যালোচনা শেষে নিচের লিখিত সিদ্ধান্তগুলো সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়।

১. ঢাকা শহরের লক্কড়-ঝক্কড় কোনো বাস ঢাকার বাইরে রিজার্ভে পাঠানো যাবে না।

২. ঈদের বকশিশ ও শ্রমিকদের বেকার ভাতার নামে অতিরিক্ত কোনো টাকা আদায় করা যাবে না।

৩. যাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না।

৪. বৈধ লাইসেন্স ছাড়া বাস চালানো এবং ড্রাইভারের অনুপস্থিতিতে হেলপার দিয়ে বাস চালানো যাবে না।

৫. বাস টার্মিনালে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে সরকারের পাশাপাশি প্রতিটি টার্মিনালে বিশেষ করে সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনালে মালিক-শ্রমিক সমন্বয়ে একটি ভিজিল্যান্স টিম গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই টিমের কর্মকর্তারা স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে টার্মিনালে শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪