1. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  2. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  3. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
অনলাইনে মামলা দায়েরের নির্দেশ প্রধান উপদেষ্টার অতি দ্রুত স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে হবে : ডা. শফিকুর রহমান ভাষা শহীদদের প্রতি দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে উন্নতির দিকে – স্বরাষ্ট্র উপদেষ্টা আ.লীগের যারা অন্যায় ও অপরাধের সঙ্গে জড়িত নয় তারা নির্বাচনে অংশ নিতে পারবে-আসিফ মাহমুদ ফেনীতে কাভার্ডভ্যান-পিকআপ সংঘর্ষে নিহত ৫, আহত ১০ ৫ দিনের রিমান্ডে শাকিল-ফারজানা কোস্টগার্ডের আধুনিকীকরণে সরকার সকল ধরণের ব্যবস্থা গ্রহণ করেছে – স্বরাষ্ট্র উপদেষ্টা না ফেরার দেশে তরুণ অভিনেতা শাহবাজ সানী

হাজারের বেশি ঝুঁকিপূর্ণ ভবনে চলছে দাপ্তরিক কর্মকাণ্ড 

  • সময় : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ৯৯

পিরোজপুর সংবাদদাতা

পিরোজপুরের বেশকিছু গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরের ভবন ঝুঁকিপূর্ণ থাকায় আতঙ্কে রয়েছেন সেখানকার কর্মকর্তা-কর্মচারী ও বাসিন্দারা। তালিকায় রয়েছেন পুরাতন ডিসি অফিস, পুলিশ লাইনসের কিছু ভবন ও হাসপাতালের মতো জনসংশ্লিষ্ট প্রতিষ্ঠান।

পিরোজপুর দেড় শতাধিক বছরের পুরানো একটি মহাকুমা, যা ১৯৮৬ সালে জেলায় উন্নীত হয়। ফলে এ জেলার অধিকাংশ সরকারি ভবনই পুরানো। আর এসব ভবনের একটি উল্লেখযোগ্য অংশ ঝুঁকিপূর্ণ। পিরোজপুর শহরের কেন্দ্রস্থলে রয়েছে পুরাতন ডিসি অফিস। অনেক পুরাতন ও স্থান সংকুলান না হওয়ায় জেলা প্রশাসকের কার্যালয় অন্যত্র স্থানান্তর করা হয়। কিন্তু বর্তমানে এ ভবনে দুটি সরকারি অফিসসহ প্রায় সবগুলো কক্ষই ভাড়া দেওয়া আছে। এ তালিকা থেকে বাদ যাচ্ছে না হাসপাতালও। রয়েছে পুলিশ লাইনসের মতো গুরুত্বপূর্ণ সরকারি অফিসের ভবন।

মূল শহরের ক্লাব রোডের গোপাল কৃষ্ণ টাউনক্লাব মার্কেটের মতো গুরুত্বপূর্ণ ভবনও রয়েছে এই তালিকায়। ৮ বছর আগে উত্তরা ব্যাংক ও ব্র্যাক ব্যাংককে এ ভবন থেকে সরিয়ে নেওয়া হলেও এখনো এসব ভবনে বহাল তবিয়তে চলছে ব্যবসা-বাণিজ্য ও দাপ্তরিক কার্যক্রম। ভাড়ার টাকা অগ্রিম জমা থাকায় মুখ খুলছেন না এখানকার ব্যবসায়ীরা। 

গোপালকৃষ্ণ টাউন ক্লাবের ব্যবসায়ী প্রশান্ত ঘরামি বলেন, আমি এই গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মার্কেটে ৩০ বছর ব্যবসা করছি। ৮ বছর আগে ভবনে ফাটল দেখা দেওয়ায় দুটি ব্যাংক এখান থেকে চলে গেছে। কিন্তু আমরা ব্যবসা করছি। বিভিন্ন সমস্যার কারণে আমরা এখানে রয়ে গেছি। আমরা যেতে পারিনি। তবে আমরা এখানে আতঙ্ক নিয়েই ব্যবসা-বাণিজ্য পরিচালনা করছি।

পুরাতন ডিসি অফিসের একটি কক্ষ ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করেন আব্দুল আলীম। তিনি বলেন, আতঙ্ক সন্দেহ সংশয় ভয়ভীতি নিয়েই আমরা পুরাতন ডিসি অফিসে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছি। কারণ আমরা নিরুপায়। কপালে যা আছে তাই হবে।

পিরোজপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এস. এম. তৌহিদুল ইসলাম বলেন, যেগুলো মেরামতে ঝুঁকিমুক্ত করা সম্ভব সেগুলোর ব্যাপারে আমরা উদ্যোগ নিয়েছি। মেরামতের মাধ্যমে ঝুঁকিমুক্ত করা যায় কিনা দেখব। বাকি ঝুঁকিপূর্ণ ভবন থেকে বিভিন্ন দপ্তর অপসারণের প্রক্রিয়া চলছে। পর্যায়ক্রমে ঝুঁকিপূর্ণ ভবন থেকে অপসারণ করা হবে এবং অধিক ঝুঁকিপূর্ণ ভবনগুলো ভেঙে ফেলা হবে।

গণপূর্ত বিভাগের দেওয়া তথ্য মতে পিরোজপুর জেলায় সরকারি-বেসরকারিসহ প্রায় এক হাজার ভবন ঝুঁকিপূর্ণের তালিকায় রয়েছে।  

বা বু ম / এস আর

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪