নিজস্ব সংবাদদাতা
তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে স্মারকলিপি প্রদান এবং চারদিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি পরিচালনা করেছে ছাত্র অধিকার পরিষদ। কর্মসূচিতে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন।
এ নিয়ে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে তেজগাঁও কলেজ শাখা ছাত্র অধিকার পরিষদ।
সংবাদ সম্মেলনে ছাত্র নেতারা বলেন, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে, এই দাবি শুধু একটি আন্দোলন নয়—এটি হাজারো শিক্ষার্থীর ন্যায়সঙ্গত আকাঙ্ক্ষার প্রতিফলন।
তারা জানান, ১৯৬১ সালের ২২ ডিসেম্বর প্রতিষ্ঠিত তেজগাঁও কলেজ প্রায় ২৮ হাজার শিক্ষার্থীর পদচারণায় মুখরিত, যেখানে ২৮টি বিভাগের অধীনে প্রায় ২৬ হাজার শিক্ষার্থী উচ্চশিক্ষা অর্জন করছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলোর মধ্যে এটি অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান, যা দীর্ঘদিন ধরে শিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
তবে দেশের বহু কলেজ জাতীয়করণ হলেও প্রয়োজনীয় সকল যোগ্যতা থাকা সত্ত্বেও রাজধানীর ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠ এখনো সরকারি হয়নি। যা অত্যন্ত দুঃখজনক। পাশাপাশি, দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা এখানে পড়তে এলেও আবাসন সংকট তাদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
ছাত্র অধিকার পরিষদের দাবিগুলো হুবহু তুলে ধরা হলো—
তেজগাঁও কলেজকে সরকারি করণ করতে হবে।
ছাত্র সংসদ কার্যকর করতে হবে।
আবাসন সংকট নিরসনের জন্য দ্রুত পদক্ষেপ নিতে হবে।
শূন্যপদে শিক্ষক নিয়োগ নিশ্চিত করতে হবে।
শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা চালু করতে হবে।
ক্যান্টিনের খাবারের মান বৃদ্ধি এবং মূল্যহ্রাস করতে হবে।
ক্যাম্পাসের প্রধান ফটকে ভাসমান দোকান সরিয়ে শিক্ষার্থীদের চলাচলে স্বস্তি ফিরিয়ে আনতে হবে।
ছাত্র অধিকার পরিষদ আশা করে বৈষম্যের অবসান ঘটিয়ে সবার জন্য শিক্ষা সহজলভ্য করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেবে এবং তেজগাঁও কলেজের হাজারো শিক্ষার্থীর ন্যায্য দাবির প্রতি শ্রদ্ধাশীল থাকবে।
বা বু ম/ এস আর