1. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  2. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  3. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১১:৩৫ অপরাহ্ন

২০২৪ সালের জুন থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত ট্রেন চলবে: রেলমন্ত্রী

  • সময় : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ১৭২

ফরিদপুর সংবাদদাতা

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, ‘২০২৪ সালের জুন মাসে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত ট্রেন চলাচল শুরু করতে পারব। এ ছাড়া আগামী সেপ্টেম্বর মাসেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত রেল চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।’

শনিবার দুপুর পৌনে ১২টার দিকে ভাঙ্গা উপজেলার বগাইল এলাকায় পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় ভাঙ্গা-যশোর সেকশনে রেললাইন স্থাপন কাজের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে মাওয়া থেকে ঢাকা পর্যন্ত পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো যাবে জানিয়ে রেলমন্ত্রী বলেন, ‘ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত দ্বিতীয় অংশের কাজের অগ্রগতি সন্তোষজনক। এ পথে প্রায় সব সেতু হয়ে গেছে। তবে ছোটখাটো কিছু কাজ রয়েছে। প্রকল্পের মেয়াদের (২০২৪ সালের জুন মাস) মধ্যে সব কাজ সম্পন্ন করতে পারব।’

যে দেশ যত উন্নত, সে দেশে রেল যোগাযোগ তত উন্নত মন্তব্য করে নূরুল ইসলাম বলেন, ঢাকা থেকে যশোর পর্যন্ত রেল যোগাযোগ চালু হলে অনেক পথ কমে যাবে, পাশাপাশি বাঁচবে সময়। যোগাযোগের ক্ষেত্রে আমূল পরিবর্তন আসবে। এ কাজ শেষ হওয়ার পর ভাঙ্গা থেকে পায়রা বন্দর হয়ে কুয়াকাটা পর্যন্ত রেললাইন স্থাপনের কাজ শুরু হবে।

রেলমন্ত্রী বলেন, একসময় রেলওয়েকে মৃত সংস্থায় পরিণত করা হয়েছিল। স্বাধীনতার পরে বঙ্গবন্ধু রেলপথ বিস্তৃত করেছেন। বঙ্গবন্ধুর হত্যার পর রেলওয়ে শুধু পেছনের দিকে গেছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেল যোগাযোগের গুরুত্ব বুঝতে পেরে আলাদা রেলপথ মন্ত্রণালয় করেছেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মো. শাহজাহান, ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজিমউদ্দিন, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম, ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকরামুজ্জামান, সাংগঠনিক সম্পাদক সোবহান মুন্সী প্রমুখ।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪