নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে। বুধবার বিকেলে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। আগামীকাল বৃহস্পতিবার বেলা তিনটায় জাতীয় সংসদে ২০২৩–২৪ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
অধিবেশনের আগে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সংসদের সময়কাল নিয়ে আলোচনা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী ২৫ জুন অর্থবিল এবং ২৬ জুন আগামী অর্থবছরের বাজেট পাস হবে। এর আগে বাজেটের ওপর আলোচনায় অংশ নেবেন সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা। বাজেট নিয়ে সংসদে মোট ৪০ ঘণ্টা আলোচনা হবে।
আজ সংসদের বৈঠকের শুরুতে চলতি অধিবেশনের সভাপতিমণ্ডলী মনোনয়ন দেন স্পিকার। তাঁরা হলেন আ স ম ফিরোজ, তানভীর শাকিল, প্রাণ গোপাল দত্ত, রুস্তম আলী ফরাজী এবং বেগম আনজুম সুলতানা। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যরা অগ্রবর্তীর ভিত্তিতে সংসদের বৈঠকে সভাপতিত্ব করবেন।
চলতি সংসদের সদস্য চিত্রনায়ক আকবর হোসেন খান পাঠান ফারুকের মৃত্যুতে শোক প্রস্তাব নেয় জাতীয় সংসদ। সভাপতিণ্ডলীর মনোনয়নের পর স্পিকার শিরীন শারমিন চৌধুরী সংসদে শোক প্রস্তাব উত্থাপন করেন। পরে শোক প্রস্তাবের ওপর আলোচনা হয়।
শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ফারুক ছাত্রলীগের কর্মী হিসেবে ছাত্রজীবনে আইয়ুববিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন। তিনি ছিলেন বীর মুক্তিযোদ্ধা। কেবল রাজনীতি নয়, সাংস্কৃতিক জগতে তাঁর অবদান রয়েছে। তাঁর মৃত্যুতে সংস্কৃতি অঙ্গনে বিরাট ক্ষতি হয়েছে।
শোক প্রস্তাবের ওপর অন্যদের মধ্যে সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের, আওয়ামী লীগের সংসদ সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, আসাদুজ্জামান নূর, হাবীব হাসান, মেহের আফরোজ, জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ, আনিসুল ইসলাম মাহমুদ বক্তব্য দেন।
ফারুক ছাড়াও সাবেক প্রতিমন্ত্রী মো. কবীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী, ঐক্য ন্যাপের সভাপতি ও মুক্তিযুদ্ধের সংগঠক পঙ্কজ ভট্টাচার্য, কথাশিল্পী সমরেশ মজুমদার, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রোকিয়া আফজাল রহমান, ভাষাসৈনিক এম এ ওয়াদুদের সহধর্মিণী ও শিক্ষামন্ত্রী দীপু মনির মা রহিমা ওয়াদুদ এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পুত্রবধূ কল্যাণী কাজীর মৃত্যুতে শোক প্রকাশ করে সংসদ। এ ছাড়া ঘূর্ণিঝড় মোখার আঘাতে মিয়ানমারে হতাহত, বাংলাদেশে আহত এবং দেশ–বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের স্মরণে সংসদ শোক জানিয়েছে।
চলতি সংসদের কোনো সদস্যের মৃত্যুতে তাঁর মৃত্যুর পর সংসদের প্রথম বৈঠক মুলতবি করার রেওয়াজ আছে। সে অনুযায়ী শোক প্রস্তাব নেওয়ার পর ফারুকের মৃত্যুতে সংসদের বৈঠক মুলতবি করা হয়।
বা বু ম / এস আর