ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী:
রাজশাহীতে করোনা পরীক্ষার সনদ জিম্মিকারী ও প্রতারণা চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। চক্রটির কাছ থেকে একশতটি করোনা নমুনার সনদ উদ্ধার করা হয়েছে। এই কর্মকা-ের সাথে জড়িত অরো ৩-৪ জন প্রতারক পলাতক রয়েছে। তবে তাদের গ্রেফতার চেষ্টা অব্যহত রয়েছে। একটি সংবাদ সম্মেলনে মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছন মহানগর গোয়েন্দার (বি) উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েল।
বৃহস্পতিবার সকালে গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েল সংবাদ সম্মেলনে বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানাযায়, একটি চক্র বিদেশগামী মানুষদের করোনা সার্টিফিকেটর অজুহাতে অনেক টাকা হাতিয়ে নিচ্ছে। বিশেষ করে এই চক্রটি বিদেশগামী মানুষদের করোনা পরীক্ষা সনদের নেগেটিভ সনদ দেয়ার নামে ৩ হাজার থেকে ১৫ হাজার টাকা আদায় করছে। চক্রটির সদস্যরা হলো রাজশাহী সিভিল সার্জনের অফিস সহায়ক তারেক আহসান (৪১), তার সহযোগী রাজশাহী বক্ষব্যধি হাসপাতালের অ্যাম্বুলেন্সের চালক রফিকুল ইসলাম (৪২) ও তার স্ত্রী সামসুন্নাহার শিখা (৩৮)।
উপ-পুলিশ কমিশনার বলেন, এই চক্রের নেতৃত্ব দিয়েছে সিভিল সার্জনের অফিস সহায়ক তারেক আহসান। তবে তারেক এবং তার সহযোগি রফিকুল ইসলাম দুইজন করোনা নমুনা পরীক্ষা করা মানুষগুলোর তালিকা সংগ্রহ করতো। আর করোন নেগেটিভ সনদ দেয়ার নামে টাকা বিষয়টি কথা বলতো রাকিবের স্ত্রী সামসুন্নাহার শিখা। সুবিধা নেয়ার জন্য করোনা রোগীদের কাছ থেকে বিকাশের মাধ্যেমে টাকা নিয়ে কাজ করতে শিখা। ওই চক্রটি গত ০৪ মাসে প্রতারণার ফাঁদে ফেলে প্রায় ৩০ জন বিদেশগামী মানুষের থেকে অনেক টাকা আর্ত্মসাৎ করছে।