1. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  2. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  3. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকাবাসীকে নিরাপত্তা প্রদানের মহান দায়িত্বে পিছিয়ে থাকার কোন সুযোগ নেই-ডিএমপি কমিশনার আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল সবজি, পেঁয়াজ ও মুরগির দাম কমলেও, কমেনি আলুর দাম ঘোষিত হলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ডিএমপি কমিশনার মোঃ সাজ্জাত আলীর দায়িত্বভার গ্রহণ নতুন পুলিশ প্রধানের দায়িত্বভার গ্রহণ এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে জনগণই সকল ক্ষমতার মালিক হবেন- প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা ও খালেদা জিয়ার সাক্ষাৎ ঢাকা মহানগরে ব্যাটারিচালিত রিকশা বন্ধে হাইকোর্টের নির্দেশ প্রয়োজনীয় কিছু সংস্কার শেষেই দ্রুত সম্ভব নির্বাচন সংঘটিত হবে-আইন উপদেষ্টা

যবিপ্রবিতে করোনা ভাইরাস শনাক্তে ‘সাইবারগ্রিন পদ্ধতি’ উদ্ভাবন

  • সময় : সোমবার, ১০ মে, ২০২১
  • ১৬৪

বিল্লাল হোসেন,যশোর প্রতিনিধি:

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(যবিপ্রবি) একদল গবেষক কম খরচে করোনাভাইরাস শনাক্তে ‘সাইবারগ্রিন পদ্ধতি’ উদ্ভাবনকরেছে। এই পদ্ধতিতে করোনা শনাক্ত করতেপ্রতি নমুনার জন্য বাংলাদেশি টাকায় মাত্র ১৪০টাকার মত খরচ হবে এরমধ্যে আরএনএএক্সট্রাকশন কিট ১০ টাকা, আরটি-পিসিআরকিট ১২০ টাকা, প্রাইমার ৩ টাকা ও অন্যান্য ৭টাকা। এ পরীক্ষায় সময় লাগবে মাত্র ৯০মিনিট। একটি মাত্র টিউবেই এ পদ্ধতিতেকরোনার বর্তমান ধরণগুলো শনাক্ত করা সম্ভবহবে। সোমবার যবিপ্রবির প্রশাসনকি ভবনেরসম্মেলন কক্ষে আয়োজিত এক সাংবাদিকসম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জিনোমসেন্টারের পরিচালক অধ্যাপক ড. মোঃআনোয়ার হোসেন নতুন এ উদ্ভাবনের ঘোষণাদেন। 

লিখিত বক্তব্যে অধ্যাপক ড. মোঃ আনোয়ারহোসেন বলেন, পরীক্ষা করে দেখা গেছে- সাইবারগ্রিন পদ্ধতিতে করোনা শনাক্তেরসেনসিটিভিটি প্রচলিত অন্যান্য কিটেরসমপর্যায়ের। এই গবেষণাটি প্রিপ্রিন্ট আকারে‘সবফৎীরা’ সার্ভারে পাওয়া যাচ্ছে এবং একটিপিয়ার রিভিউড জার্নালে প্রকাশের অপেক্ষায়রয়েছে। তিনি বলেন, সরকারের সহায়তা পেলেআমরা এই গবেষণাকে কাজে লাগিয়ে খুব সহজেএবং কম খরচে করোনা শনাক্তের কাজটিআমাদের দেশে করতে সক্ষম হবো।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবেঅণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও জিনোমসেন্টারের সহযোগী পরিচালক অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ বলেন, বায়ো-ইনফরমেটিক্স টুলের মাধ্যমে আমরা দেখেছিবর্তমানে সংক্রমণশীল করোনার বিভিন্ন ধরণ  শনাক্ত করা সম্ভব। শতাধিক নমুনা পরীক্ষা করেএর কার্যকারিতা যাচাই করা হয়েছে।   

বাংলাদেশের ব্যাংকনোটে করোনা ভাইরাসেরআরএনএর উপস্থিতির বিষয়ে একগবেষণাপত্রের সূত্র ধরে অধ্যাপক ড. মোঃআনোয়ার হোসেন বলেন, আমাদের গবেষক দলদেশের বিভিন্ন স্থান থেকে প্রাপ্ত ব্যাংকনোটেভাইরাসের আরএনএর উপস্থিতি পেয়েছেন।গবেষক দল ব্যাংকনোটে ৭২ ঘণ্টা পর্যন্তভাইরাসের এন-জিনের উপস্থিতি এবং ৮-১০ঘণ্টা পর্যন্ত ওআরএফ জিনের স্থায়িত্ব শনাক্তকরতে পেরেছেন। এই গবেষণাপত্রটি ইতিমধ্যেইএকটি জার্নালে প্রকাশিত হয়েছে।

পাশর্^বর্তী দেশ ভারতে সংক্রমণশীল নতুনধরণ আমাদের মধ্যে এক ধরনের শংকার সৃষ্টিকরেছে উল্লেখ করে অধ্যাপক ড. মোঃ আনোয়ারহোসেন বলেন, ‘যশোর সীমান্তবর্তী জেলা হওয়ায়এবং সাম্প্রতিক সময়ে করোনার প্রকোপ বেড়েযাওয়ায় আমাদের গবেষক দল সাম্প্রতিকনমুনাগুলো থেকে ভাইরাসের ভ্যারিয়েন্টগুলোহোল জিনোম সিকুয়েন্সিং এবং স্পাইকপ্রোটিনের সিকুয়েন্সিং এর মাধ্যমে চিহ্নিতকরেছেন। ইতোমধ্যে পূর্ণাঙ্গ জিনোম সিকুয়েন্সজিএসআইডি ডাটাবেজে জমা দেওয়া হয়েছে।’ তিনি বলেন, যশোর ২৫০ শয্যাবিশিষ্টহাসপাতাল থেকে ভারত থেকে আসা ১৬ জনেরনমুনা যবিপ্রবির জেনোম সেন্টারে পাঠানো হয়, যার মধ্যে তিন জনের করোনা পজিটিভ পাওয়াযায়। পজিটিভ তিনজনের মধ্যে দুজনের শরীরেকরোনা ভাইরাসের ভারতীয় ধরণ শনাক্ত করাহয়েছে। ভারতীয় এ ধরনটি বি ১.৬১৭.২ নামেপরিচিত, যার মধ্যে স্পাইক প্রোটিনে বেশ কিছুগুরুত্বপূর্ণ মিউটেশন রয়েছে। যবিপ্রবির জিনোমসেন্টারে ১৭ এপ্রিল ২০২০ খ্রি. তারিখ হতেবিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে করোনাভাইরাস পরীক্ষা শুরু করে এরমধ্যে আমরা ৪০হাজারের অধিক নমুনা পরীক্ষা সম্পন্ন করাহয়েছে বলেও উল্লেখ করেন তিনি।  

অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন আরওবলেন, আমাদের গবেষকরা গত মার্চ ও এপ্রিলমাসে এই অঞ্চলে সংক্রমণ সৃষ্টিকারী ১০০টিরমতো ভাইরাসের নমুনার স্পাইক প্রোটিনসিকুয়েন্স করেছেন। বিগত দুই মাসেরভাইরাসগুলোর মধ্যে উচ্চ সংক্রমণ ক্ষমতাসম্পন্ন সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্টের সংখ্যাসবচাইতে বেশি। এ ছাড়া বিগত দুই মাসেরনমুনায় আমরা সাউথ আফ্রিকান, মেক্সিকো, ক্যালিফোর্নিয়া, ইউকে এবং নিউইয়র্কভ্যারিয়েন্টের উপস্থিতি পেয়েছি। এ ছাড়াওআমরা স্পাইক প্রোটিনে কিছু বিরল মিউটেশনপেয়েছি যা এই অঞ্চলে এখনো দেখা যায়নি। সেমিউটেশনগুলোর প্রভাব নিয়ে আমরা কাজকরছি। এ ধরনের মিউটেশনগুলো সংক্রমণক্ষমতার উপর কিংবা রোগের ভয়াবহতার উপরকেমন প্রভাব ফেলতে পারে তা নিয়ে গবেষণাচলছে এবং শীঘ্রই সে গবেষণার ফলাফল আমরাপ্রকাশের জন্য উন্মুক্ত করব।

গোটা বিশে^ই এই ভাইরাস নিয়ে এখনোগবেষণা চলছে উল্লেখ করে অধ্যাপক ড. মোঃআনোয়ার হোসেন বলেন, করোনাকালেরঅবসান কবে হবে তাও এখন অনিশ্চিত।আমাদের দেশে যেমন করোনা শনাক্ত, করোনাচিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা, করোনার টিকাপ্রদানের ব্যবস্থা করা জরুরি, ঠিক তেমনিপরিবর্তনশীল এই ভাইরাস নিয়ে নিরবিচ্ছিন্নগবেষণাও জরুরি বলে আমরা মনে করি। একটিনবীন বিশ্ববিদ্যালয়ের জন্য নিজস্ব ল্যাবেকরোনা পরীক্ষার পাশাপাশি চলমানপরিস্থিতিতে এ ধরনের সৃজনশীল গবেষণা করানিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য সাফল্য।আপনাদের মাধ্যমে এই সাফল্যের সাথে সংশ্লিষ্টসাহসী যোদ্ধাদের আমি আন্তরিকভাবেঅভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। এর পাশাপাশিআমি আরও জানাতে চাই, আপনাদের সর্বাত্মকসহযোগিতা ও সমর্থন অব্যাহত থাকলেভবিষ্যতে বিএসএল-৩ ল্যাবরেটরি স্থাপন করেভ্যাকসিন তৈরিসহ আরও উচ্চমানের গবেষণাকরতে আমাদের গবেষণা দল প্রস্তুত আছে বলেওজানান তিনি। অধ্যাপক ড. আনোয়ার হোসেনবলেন, জাতির এ মহাদুর্যোগকালে যশোর ওযশোর সংলগ্ন মাগুরা, ঝিনাইদহ, নড়াইল, চুয়াডাঙ্গা, মেহেরপুর, সাতক্ষীরা ও বাগেরহাটজেলার করোনা সন্দেহভাজনদের নমুনাশনাক্তের কাজ করে আমরা সাধারণ মানুষেরপাশে দাঁড়ানোর চেষ্টা করছি। করোনা ভাইরাসেরবিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখহাসিনার নেতৃত্বে এ যুদ্ধে শামিল হওয়ার সর্বাত্মকচেষ্টা করছি। এই কাজটি অগ্রসর করতে সহায়তাকরার জন্য আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশসরকারের শিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে আন্তরিকধন্যবাদ জানাই। এ ছাড়া জিনোম সেন্টারপরিচালনায় আর্থিক সহায়তা দিয়ে এগিয়েআসায় যশোর-৩ আসনের সংসদ সদস্য ওযবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য কাজী নাবিলআহমেদ ও যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খানকে ধন্যবাদ জানান তিনি।

সাংবাদিক সম্মেলনে আরও উপস্থিত ছিলেনঅণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সেলিনা আক্তার, পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগেরচেয়ারম্যান ড. শিরিন নিগার, বায়ো-মেডিকেলইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. হাসানমো. আল-ইমরান, অণুজীববিজ্ঞান বিভাগেরসহকারী অধ্যাপক শোভন লাল সরকার, গবেষকতনয় চক্রবর্তী প্রমুখ। 

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪