1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:২৩ অপরাহ্ন

ভারতকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়া

  • সময় : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ২০৫

স্পোর্টস ডেস্ক-

টেস্ট চ্যাম্পিয়নশিপ সার্কেলের প্রথম দুই মৌসুমেই ফাইনালে উঠেছিল ভারত। অস্ট্রেলিয়াও দুবার ফাইনালে উঠল। ভারতের বিপক্ষে আজ সিডনি টেস্ট জিতে ১১ জুন লর্ডসের ফাইনালের টিকিট পেয়েছে অজিরা। তবে ভারতের সঙ্গে তাদের পার্থক্যটা হচ্ছে, অস্ট্রেলিয়া একবার চ্যাম্পিয়ন হলেও রানার্সআপ ট্রফিই ভারতের সর্বোচ্চ অর্জন।

লর্ডসের ফাইনালে ১১ জুন দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে অজিরা। প্রোটিয়ারা সেঞ্চুরিয়ন টেস্টে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠে। লর্ডসের টিকিটের জন্য মাত্র ১৪৮ রানের লক্ষ্য পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। সামান্য এই লক্ষ্যকে পাহাড় সমান বানিয়ে তুলেছিলেন মোহাম্মদ আব্বাস। ৯৯ রানে ৮ উইকেট হারিয়ে ঘরের মাঠে হারের স্বাদ পেতে চলেছিল দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে আনপ্রেডিক্টেবল পাকিস্তান তখন অবিশ্বাস্য এক জয়ের সুবাদ পাচ্ছিল। কিন্তু মার্কো ইয়ানসেন ও কাগিসো রাবাদা হয়ে উঠলেন নিখাদ ব্যাটার। স্ট্রোকের পসরা সাজিয়ে পাকিস্তানের মুঠো থেকে ম্যাচটা বের করে নিলেন। রোমাঞ্চকর লড়াই শেষে পাকিস্তানকে ২ উইকেটে হারায় দক্ষিণ আফ্রিকা।

গতকাল সিডনি টেস্টে অস্ট্রেলিয়া ফাইনালের যাওয়ার জন্য সামান্য  ১৬২ রানের টার্গেট পেয়েছিল। বুমরাহবিহীন ভারতের বোলিং অ্যাটাক ৪ উইকেট তুলে নিলেও খুব বড় হুমকি হয়ে উঠতে পারল না। ৬ উইকেটে জিতে বর্ডার গাভাস্কার সিরিজ জয়ের পাশাপাশি অস্ট্রেলিয়া পেয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের টিকিট।

রান তাড়া করতে নেমে উসমান খাজার ব্যাটে বিপদ কাটায় অস্ট্রেলিয়া। স্যাম কনস্টাস তাকে ২২ রান করে সঙ্গ দেন। মার্নাস লাবুশেন ও স্মিথ যথাক্রমে ৬ ও ৪ রান করে তুলেন। খাজার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৪১ রান। এরপর ট্রাভিস হেড ও বেয়াও ওয়েবস্টারের ৫৮ রানের জুটিতে জয় নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া। হেড ৩৪ ও ওয়েবস্টার ৩৯ রান করেন।

ভারতের হয়ে ৩ উইকেট নেন প্রসিধ কৃষ্ণা। সিরাজের শিকার ১। চোটের কারণে এ ইনিংসে বোলিংই করেননি অস্ট্রেলিয়ার একমাত্র ‘প্রতিপক্ষ’ বুমরাহ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪