নিজেস্ব প্রতিবেদক
একাদশ জাতীয় সংসদের ২৩তম ও ২০২৩-২৪ অর্থবছরের বাজেট অধিবেশন শেষ হয়েছে। অধিবেশন সমাপ্তি সংক্রান্ত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ঘোষণা পাঠ করার মাধ্যমে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বৃহস্পতিবার (৬ জুলাই) চলতি অধিবেশন সমাপ্তির ঘোষণা দেন।
এর আগে ১৯৭২ সালের ১৬ জানুয়ারি বাস্তুহারাদের উদ্দেশ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ভাষণের অডিও শোনানো হয়। ৯ মিনিট ১০ সেকেন্ডের এই ভাষণটি বাংলাদেশ বেতার থেকে সংগ্রহ করা হয়।
গত ৩১ মে থেকে ২২ কার্যদিবস পর্যন্ত অধিবেশন চলার পর আজ ৬ জুলাই জাতীয় সংসদের চলতি অধিবেশন শেষ হয়। গত ১ জুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ‘উন্নয়নের অভিযাত্রার দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রা’য় সর্বোত্তম জনকল্যাণের লক্ষ্যমাত্রাকে সামনে ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন। এরপর গত ২৬ জুন জাতীয় সংসদে এই বাজেট পাস হয়।
অধিবেশনে সম্পূরক বাজেটসহ সামগ্রিক বাজেট আলোচনায় ১৮৭ জন সংসদ সদস্য অংশগ্রহণ করেন এবং মোট ৩২ ঘণ্টা ৩ মিনিট আলোচনা হয়। বাজেট পাস ছাড়াও এ অধিবেশনে ১৪টি বিল পাস হয়। পাসের অপেক্ষায় আছে ৬টি বিল। সংশ্লিষ্ট কমিটির পরীক্ষাধীন ১১টি বিল। কমিটির রিপোর্ট উপস্থাপন হয় ৫টি। কমিটি পুনঃগঠন হয় ৪টি। অডিট রিপোর্ট উপস্থাপন করা হয় ৪৭টি। আইন প্রণয়ন সম্পর্কিত কাজ সম্পাদনের পাশাপাশি কার্যপ্রণালী-বিধির ৭১ বিধিতে ৩৩টি নোটিশ পাওয়া গেছে। প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার জন্য সর্বমোট ৯৭টি প্রশ্ন পাওয়া যায়, তার মধ্যে তিনি ৫৬টি প্রশ্নের উত্তর দেন। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উত্তর দেওয়ার জন্য প্রাপ্ত মোট ১ হাজার ৮৭৯টি প্রশ্নের মধ্যে মন্ত্রীরা ১ হাজার ৩৩৩টি প্রশ্নের জবাব দেন। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীবর্গ সমসাময়িক গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে বিবৃতি দেন।
এই অধিবেশনটি ছিল ২০২৩ সালের বাজেট ও একাদশ জাতীয় সংসদের শেষ বাজেট অধিবেশন। অধিবেশনটি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ, এটি ২০১৮ সালের ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে গঠিত আওয়ামী লীগ সরকারের পঞ্চম ও শেষ বাজেট অধিবেশন।
অধিবেশনের সমাপনী ভাষণে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পরম শ্রদ্ধায় স্মরণ করে বলেন, যার নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি। সেই সঙ্গে তিনি ৩০ লাখ শহীদ এবং দু’লাখ মা-বোনের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
স্পিকার বলেন, সংসদীয় পদ্ধতিতে বাজেট অধিবেশন একটি গুরুত্বপূর্ণ অধিবেশন। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণেই সরকারের এক বছরের আয়-ব্যয় ও উন্নয়ন কর্মকাণ্ডের হিসাব বিবরণী জাতীয় সংসদে উপস্থাপন করতে হয়। বিগত এক বছরের আয়-ব্যয়ের হিসাব ও আগামী এক বছরে সরকারের আর্থিক কর্মকাণ্ড নিয়ে এ সংসদে বিস্তারিত আলোচনা হয়েছে। সংসদ-সদস্যরা তাদের সুচিন্তিত মতামতের মাধ্যমে সরকারি আয়-ব্যয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি বাজেটকে জনকল্যাণমুখী করার পরামর্শ দিয়েছেন। সরকারি ও বিরোধী দলের সংসদ-সদস্যরা ২০২৩-২০২৪ আর্থিক বছরের বাজেটের খুঁটিনাটি তুলে ধরে বাজেটকে আরও অর্থবহ ও বাস্তবমুখী করতে ভূমিকা রেখেছেন। এ অধিবেশনের বিভিন্ন কার্যক্রম পরিচালনায় সর্বাত্মক সহযোগিতার জন্য তিনি সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
বা বু ম / অ জি