1. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  2. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  3. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৪:৫১ পূর্বাহ্ন

কুবি শিক্ষকদের যে বইগুলো থাকছে এবারের বইমেলায়

  • সময় : রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৫২

কুবি প্রতিনিধিঃ

অমর একুশে বই মেলা ২০২২ এ প্রকাশিত হচ্ছে  কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ( কুবি) ৬ শিক্ষকের নতুন বই।  গবেষণাগ্রন্থ, গল্পগ্রন্থ, ইতিহাস ও ঐতিহ্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে সমাজের বিভিন্ন দিক, নতুন করে খোঁজা হয়েছে বাংলার সংস্কৃতি।

প্রকাশিত বইগুলোর মধ্যে রয়েছে গবেষণামূলকগ্রন্থ, গল্পগ্রন্থ এবং সাংবাদিকতা বিষয়ক বই। শিক্ষকদের বই প্রকাশিত হওয়ায় উচ্ছ্বসিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ সকল সদস্যবৃন্দ।  মেলার প্রথম দিন থেকেই পাওয়া যাচ্ছে বইগুলো।

প্রকাশিত হওয়া বইগুলো  হলো  বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জি. এম. মনিরুজ্জামানের গবেষণামূলক গ্রন্থ মধুসূদন দত্ত ও দীনবন্ধু মিত্রের প্রহসনে সেকালের সমাজ, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. আলী রিজওয়ান তালুকদারের গল্পগ্রন্থ আঁধারবৃক্ষ, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. শামসুজ্জামান মিলকীর গবেষণামূলক গ্রন্থ বাংলাদেশের উপন্যাসে ঊনসত্তরের গণঅভ্যুত্থান, একই বিভাগের সহকারী অধ্যাপক ড. কামরুন নাহারের গল্পগ্রন্থ জলভ্রমি, ও সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ রাজুর ইতিহাস ও ঐতিহ্য বিষয়ক সমীক্ষা কুমিল্লার সাংস্কৃতিক অঙ্গন এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক কাজী এম. আনিছুল ইসলামের সাংবাদিকতা বিষয়ক বই অনলাইন সাংবাদিকতাঃ পাঠ ও প্রয়োগ।

সহকারী অধ্যাপক কাজী এম আনিছুল ইসলাম বলেন, নতুন বই নিয়ে আমি খুবই উচ্ছ্বসিত। নতুন বই প্রকাশিত হওয়াটা আমার কাছে বাবা হওয়ার মতো আনন্দের। বইটি লিখেছি নিজেকে লেখক হিসেবে জাহির করার জন্য নয়, আমাদের দায়বদ্ধতা ছিলো শিক্ষার্থীদের প্রতি, সাংবাদিকতা পেশার প্রতি। বইটির বিষয়বস্তু নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোর্স থাকলেও কোন বাংলা বই ছিলো না। সেই দিকটা চিন্তা করে, দায়বদ্ধতার জায়গা থেকে আমরা বইটি প্রকাশ করেছি। বইটি যারা সাংবাদিকতাকে পেশা হিসেবে নিয়েছেন এবং যারা সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করছেন সবার জন্য কার্যকরী হবে বলে আমরা মনে করি। বাতিঘর প্রকাশনীর ৩২৭-৩২৯ নং স্টলে বইটি পাওয়া যাবে।

সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ রাজু বলেন , কুমিল্লা শহর কেন্দ্রিক নাট্যচর্চা, আবৃত্তি চর্চা, সংগীত চর্চা ও নৃত্য চর্চার পরিচয় ও তাদের কার্যক্রম যতটুকু সম্ভব তুলে ধরার চেষ্টা করেছি এই গ্রন্থের মধ্যে।আমার চিন্তা-ভাবনা আছে সামনে কুমিল্লার উপর আরো বৃহৎ পরিসরে কাজ করা। আগামী বই মেলাতেও আমার বই বের করার ইচ্ছে আছে। কলিপ্রকাশনী থেকে প্রকাশিত গ্রন্থটি ১৩২-৩৪ নং স্টলে পাওয়া যাবে।

সহযোগী অধ্যাপক মো. শামসুজ্জামান মিলকী বলেন,  এটি আমার সপ্তম বই । নতুন বই প্রকাশিত হওয়া সবসময় আনন্দের।  এবারের বইটি গবেষণামূলক গ্রন্থ। বাংলাদেশের উপন্যাসে ঊনসত্তরের গণঅভ্যুত্থান বিভিন্ন দিক ফুটিয়ে তোলা হয়েছে গ্রন্থটিতে। নৈঋতা ক্যাফে থেকে প্রকাশিত গ্রন্থটি ৫৩৪ নং স্টলে পাওয়া যাবে।

সহযোগী অধ্যাপক মো. আলী রেজওয়ান তালুকদার বলেন, পাঠকের কেমন লাগবে সেটা ভেবে আনন্দ ভরা কৌতুহল কাজ করছে। মানুষের কদর্য রূপ, নিষ্ঠুরতা, জটিলতা, নিরুপায় হতাশা কিংবা বোধহীন ভ্রান্ত চিন্তার গল্পগুলো ৬টি ছোট গল্পের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। নিজের মধ্যে একধরণের তাড়না অনুভব করছি, নিজের মধ্যে কথার স্রোত বয়ে যাচ্ছে,  সেই তাড়না থেকেই গল্পগুলো লেখা। উপকথা প্রকাশনীর ৬১৬ নং স্টলে বইটি পাওয়া যাবে।

অধ্যাপক ড জি এম মনিরুজ্জামান বই প্রকাশিত হওয়ার অনুভূতি প্রকাশ করে বলেন,  ইউজিসির সহযোগিতায় আমার গবেষণাগ্রন্থটি এবারের বই মেলায় প্রকাশিত হচ্ছে। গ্রন্থটি স্নাতক এবং স্নাতকোত্তরের পাঠ্য সহায়ক হিসেবে গৃহীত হয়েছে। এজন্য আমি ইউজিসির কাছে কৃতজ্ঞ।
আমি শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে পরিচিতি পেতে চাই না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যে একজন গবেষক তা আমি যথাযথ ভাবে পালন করতে চাই।  আমার দেখাদেখি অন্যরাও যদি এধরণের কাজে মনোনিবেশ করেন তাতেই আমার সার্থকতা।  গবেষণাগ্রন্থটি ইউজিসির নিজস্ব স্টলে পাওয়া যাবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪