কোভিড ১৯ মহামারি লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে ৪ কোটি ৫০ লাখ লোকেকে মধ্যবিত্ত থেকে দারিদ্রের দিকে ঠেলে দিতে পারে। ইতোমধ্যেই এই অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। জাতিসংঘ বৃহস্পতিবার এ কথা জানায়।
জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস এক বিবৃতিতে বলেছেন, ‘ইতোমধ্যেই বৈষম্য বাড়ছে, বেকারত্বের সংখ্যা সর্বোচ্চ, স্বাস্থ্যসেবার ভঙ্গুর অবস্থায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনসংখ্যা পুনরায় আরো কঠিন সংকটে পড়েছে।’
এএফপি’র হিসাবে বলা হয়, সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই অঞ্চলে ৩০ লাখের বেশি লোক করোনা আক্রান্ত হয়েছে, এদের অর্ধেকের বেশি আক্রান্ত হয়েছে ব্রাজিলে। মেক্সিকো, পেরু, চিলি সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ। গুতেরেস বলেছেন, এই অঞ্চলে জিডিপি ৯.১ শতাংশ কমে যেতে পারে। এটি এই শতাব্দীর সবচেয়ে খারাপ অর্থনৈতিক পরিস্থিতি।
সংস্থা বলেছে, এই অঞ্চলে দারিদ্র ৭ শতাংশ বৃদ্ধি পাবে,এতে ৪ কোটি ৫০ লাখ লোক নতুন করে দারিদ্রে পতিত হচ্ছে, গোটা অঞ্চলে মোট দারিদ্রের সংখ্যা দাড়াবে ২৩ কোটি। ৪.৫ শতাংশ লোক চরম দারিদ্রে পতিত হবে।