1. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  2. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  3. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাত সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে কোন প্রকারের ষড়যন্ত্র বিএনপি মেনে নেবে না- জয়নুল আবদিন ফারুক চলতি বছরের শেষেই হতে পারে জাতীয় নির্বাচন- প্রধান উপদেষ্টা তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ছাত্র অধিকার পরিষদের গণস্বাক্ষর কর্মসূচি বিএনপি আনুপাতিক হারের নির্বাচনী পদ্ধতিকে সমর্থন করে না- মির্জা ফখরুল এনআইডি সিস্টেম থেকে কোনো তথ্য ফাঁস করা হয়নি-মহাপরিচালক স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগের নবীনবরণ ‘অরুণোদয়’ অনুষ্ঠিত পুতিনের সঙ্গে ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনা ‘তাৎক্ষণিকভাবে’ শুরু হচ্ছে- ট্রাম্প লিবিয়ায় আটকে পড়া ১৪৫ বাংলাদেশির প্রত্যাবর্তন সাত সদস্যবিশিষ্ট জাতীয় ঐকমত্য কমিশন গঠিত

রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের মাধ্যমে সারাদেশে ট্রেন চলাচল স্বাভাবিক

  • সময় : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ১০

ডেস্ক রিপোর্ট-
দাবি মেনে নেয়ার আশ্বাসে, কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছে রেলের রানিং স্টাফরা।

আজ বুধবার(২৯ জানুয়ারি) ভোর থেকেই সারাদেশে রেল চলাচল শুরু হয়েছে।

রাজশাহী থেকে ছেড়ে আসা সাগরদাঁড়ি এক্সপ্রেস সকল ৬টা ১০ মিনিটে ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে খুলনার উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

দিনভর শ্রমিকদের দাবির বিষয়ে সরকারের উপদেষ্টাদের সাথে শ্রমিক নেতাদের দফায় দফায় বৈঠকের পরও কোন সমাধান আসেনি। এমন পরিস্থিতিতে যাত্রীদের ভোগান্তির কথা মাথায় নিয়ে মঙ্গলবার মধ্যরাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হাসনাত আব্দুল্লাহ ও বিএনপির প্রতিনিধি শিমুল বিশ্বাসের মধ্যস্থতায় রেল উপদেষ্টার বাসায় আবারো শুরু হয় বৈঠক। বৈঠকে শ্রমিক নেতারাও উপস্থিত ছিলেন।

রাত আড়াইটার দিকে রেল উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান শ্রমিকদের কয়েকটি দাবি মেনে নেয়ার আশ্বাস প্রদান করে বলেন,রেলওয়ের রানিং স্টাফদের সুবিধার বিষয়ে কথা হয়েছে। এই বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ হয়েছে। অর্থ মন্ত্রণালয় কিছু সুবিধার বিষয়ে আশ্বাস দিয়েছে। তবে এরপরও রেলওয়ের রানিং স্টাফদের আরও কিছু দাবি রয়েছে। বিশেষকরে, মাইলেজের সুবিধা এক মাসের বেশি হতে পারবে না।

রেল উপদেষ্টার এমন আশ্বাসে রাত থেকেই রেলের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন শ্রমিক নেতা মুজিবুর রহমান।

রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান বলেছেন, যাত্রীদের এমন দুর্ভোগ আমরা চাই না। বাধ্য হয়ে কর্মবিরতি ডাক দেয়া হয়েছে। স্টাফ ভাইদের বলবো তারা যেন নিজ নিজ দায়িত্বে ফিরে যায়।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেন, ‘রেল কর্মকর্তা ও কর্মচারীদের ধর্মঘট প্রত্যাহার। শ্রমিক নেতাদের সাথে নিয়ে আমরা রেলের কর্মকর্তা ও কর্মচারীদের সমস্যার সমাধান করতে রেল উপদেষ্টার সাথে দেখা করেছি।’

বুধবার মধ্যে দাবি পূরণ করে রেলের রানিং স্টাফদের ভাতা ও পেনশন সুবিধার পুরোনো নিয়ম পুনর্বহালে সরকারি আদেশ জারি হবে বলেও প্রত্যাশা করেন শ্রমিক নেতারা।

উল্লেখ্য,২০২১ সালের বন্ধ হওয়া সুবিধা পুনরায় চালুর দাবিতে সোমবার মধ্যরাত থেকে কর্মবিরতিতে যায় রেলের রানিং স্টাফরা। এরফলে সারা দেশের রেল যোগাযোগে দেখা দেয় অচলাবস্থা। মঙ্গলবার দিনভর চরম ভোগান্তিতে পরেন ট্রেনের যাত্রীরা।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪