1. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  2. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  3. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনে বিলম্ব হলে সমস্যা বাড়বে-বিএনপির মহাসচিব ইসরায়েলি বিমান হামলায় গাজায় ৫০ জনের প্রাণহানি ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন সম্ভব নয়-প্রধান উপদেষ্ ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং আর নেই ডেসকো’র অংশীজন সভা অনুষ্ঠিত বিগত ৩ নির্বাচনে কারচুপির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কমিশন শাস্তির সুপারিশ করবে-বদিউল আলম সচিবালয়ে অগ্নিকাণ্ডে সরকারের বিব্রতকর অবস্থায় পড়া অস্বাভাবিক নয়-বিএনপি মহাসচিব ‘পিলখানা হত্যাকাণ্ডে সন্দেহভাজনদের দেশে ফেরাতে উদ্যোগ গ্রহণ করা হবে- এ এল এম ফজলুর রহমান সচিবালয়ে অগ্নিকান্ডের ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন জাহাজে ৭ খুনের রহস্য উদঘাটন

টাঙ্গাইল ৫ আসনে আলোচনায় নতুন মুখ

  • সময় : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ৮৩

টাঙ্গাইল প্রতিনিধি-

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আগ্রহের কেন্দ্রে রয়েছেন তরুণ ভোটাররা। নির্বাচনের দিনক্ষণ যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে ভোটের হিসাবনিকাশ। ৭ জানুয়ারির সংসদ নির্বাচনের ফলাফলে মূল প্রভাব ফেলবেন তরুণ ভোটাররা। এ ছাড়া বর্তমান সরকারের তিন মেয়াদে হওয়া ভোটারের সংখ্যাও ৩ কোটি ৮৫ লাখের বেশি; যারা আগামী নির্বাচনে জয়পরাজয় নির্ধারণে বড় ভূমিকা রাখতে যাচ্ছেন।

ইসির দেয়া তথ্য মতে, বর্তমানে ১৮ থেকে ৩৩ বছর বয়সী ভোটারের সংখ্যা হচ্ছে ৩ কোটি ৯৫ লাখ ৩৯ হাজার ৭২৪। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম সংসদ নির্বাচনের সময় দেশে ভোটার ছিল ৮ কোটি ১০ লাখ ৮৭ হাজার ৩ জন। বর্তমানে দেশে ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩।

উল্লেখ্য,টাঙ্গাইল-৫ সদর আসন সদর উপজেলা নিয়ে গঠিত। আসনের বিগত সংসদ নির্বাচনগুলোতে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি তিন দলের প্রার্থীই পর্যায়ক্রমে সাংসদ হয়েছেন। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে ইতিমধ্যে এই বড় ছোট বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীরা মাঠে নেমে গেছেন। তবে বিএনপি নির্বাচনে না থাকালেও আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সহ নতুন দল বিএনএমের টিকেট পেয়ে প্রার্থীরা গনসংযোগে নেমেছেন। মাঠে আরো আছেন স্বতন্ত্র প্রার্থীরা।

নেতাকর্মী ও সাধারণ মানুষেদের সঙ্গে কথা বলে এবং রাজনৈতিক গণসংযোগ পর্যবেক্ষণে অনুমান করা যাচ্ছে, এবার টাংগাইল ৫ আসনে আলোচনায় রয়েছে দুই নতুন মুখ। হতে পারে আওয়ামীলীগ থেকে হতে পারে নতুন দল বিএনএম থেকে।

সাধারন মানুষ কি ভাবছে নির্বাচন নিয়ে? বিএনপি নির্বাচনে না থাকলেও অপ্রকাশিত ভাবে বিএনপির ভোটাররাও প্রস্তুত ভোট দিতে।

টাঙ্গাইল শহরের বাসিন্দা ইন্জিনিয়ার মেহেদী জানান, ভোটের সময় আসলে একটি উৎসবের আমেজ তৈরি হয়। এবারও আমরা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট দিতে পারব বলে আশা করি।

এদিকে এলাকায় এলাকায় গনসংযোগ করে নতুন দল বিএনএম এর প্রার্থী তৌহিদ চাকলাদার একজন শক্ত প্রার্থী হয়ে উঠেছেন। এছাড়া সতন্ত্র প্রার্থী মুরাদ সিদ্দিকীও অনেক শক্তিশালী প্রার্থী।

টাঙ্গাইল জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, জাতীয় সংসদের ১৩৪ টাঙ্গাইল-৫ (সদর) আসনে মোট ভোটার তিন লাখ ৮০ হাজার ২৭৯ জন। এরমধ্যে নারী ভোটার এক লাখ ৯১ হাজার ৭৩৬ জন ও পুরুষ ভোটার এক লাখ ৮৮ হাজার ৫৪৩ জন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪