২০২০-২১ অর্থবছরের বাজেট ঘোষণা হচ্ছে আজ। বিকেল ৩টায় জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার এই বাজেট পেশ করবেন। বাজেটে বিশাল অংকের ব্যায় ধরা হলেও সেই তুলনায় আয়ের খাত সংকুচিত। সুতরাং বিশাল অঙ্কের ঘাটতি মেটাতে ব্যাংকের ওপর সরকারের নির্ভরশীলতা বাড়বে দ্বিগুণ পরিমাণ।
এবারের ঘাটতি বাজেট প্রায় ১ লাখ ৮৬ হাজার কোটি টাকা। এই ঘাটতি মেটানোর একটা বড় উপায় হিসেবে চিহ্নিত করা হয়েছে ব্যাংক ঋণকে, এক্ষেত্রে লক্ষমাত্রা ধরা হয়েছে ৮৪ হাজার ৯৮০ কোটি টাকা। চলতি বছরের বাজেটে ব্যাংক ঋণ ছিল ৪৭ হাজার ৩৬৪ কোটি টাকা (অবশ্য করোনাভাইরাসের কারণে রাজস্ব আদায়ে ধ্বস নামায় ৩১ মে পর্যন্ত সরকার ঋণ নিয়েছে ৬৪ হাজার ২৯৬ কোটি টাকা)। অর্থাৎ এবার ব্যাংক থেকে প্রায় দ্বিগুণ অর্থ নিচ্ছে সরকার।
সাধারণত সঞ্চয়পত্র বিক্রি করে ঘাটতি বাজেটের একটা বিপূল অংশ পূরণ করা হয়। কিন্তু কিছুটা শর্তারোপ করায় এবার সঞ্চয়পত্র বিক্রি অনেক কমে গেছে। এছাড়া কমেছে রাজস্ব আয়। তাই ব্যাংকের দিকে হাত বাড়ানো ছাড়া সরকারের সামনে আর কোনো পথ খোলা নেই।