বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি গাজীপুর মহানগরের উদ্যোগে হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ্ আহমদ শফীর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে শহীদ বঙ্গতাজ অডিটরিয়ামে এই স্মরণসভার আয়োজন করা হয়।
জাতীয় ইমাম সমিতির গাজীপুর জেলা সভাপতি মুফতি আলী হায়দারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি গাজীপুর মহানগরের উদ্যোগে হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ্ আহমদ শফীর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।সভায় শাইখুল ইসলাম শাহ্ আহমদ শফীর আত্মার মাগফেরাত কামনা করে ও দেশ জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা আব্দুল বাসের খান, শায়েখ আল্লামা হাসান জামিল, মুফতি রাফি বিন মুনিরসহ ইমাম সমিতি গাজীপুরের নেতৃবৃন্দ ও মহানগরের বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ছাত্রবৃন্দ।
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি গাজীপুর মহানগরের উদ্যোগে হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ্ আহমদ শফীর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।দুই ছেলে ও ৩ মেয়ের জনক আহমদ শফী গত ১৮ সেপ্টেম্বর মারা যান। তিনি ১৯১৬ সালে চট্ট্রগামের রাঙ্গুনিয়ায় পাখিয়ার টিলা এলাকায় জন্মগ্রহণ করেন।