বালিপড়া ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে নোয়াখালীর বেগমগঞ্জ সহ সারা দেশে ধর্ষণ ও নারির প্রতি সহিংসতার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মোমবাতি প্রজ্জলন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। ৭ অক্টোবর বুধবার সন্ধ্যায় বালিপড়া হাই স্কুল মাঠ সঙ্গলগ্নে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়। এসময় বালিপড়া ইউনিয়ন ছাত্রলীগ উপস্থিত ছিলেন।
বালিপড়া ইউনিয়ন ছাত্রলীগ এর যুগ্ন আহবায়ক রাহাত খান রাজুর সভাপতিত্বে সানাউল্লা,রাজিব,আনাম ছাব্বির,রাইসুল ইসলাম জিসান,তাওহীদ ইসলাম সজীব,অনিক সহ বালিপাড়া ইউনিয়ন ছাত্রলীগ এর কর্মীদের অংশগ্রহনে এই মোবাতি প্রজ্জলন কর্মসূচী শুরু করা হয়। এ সময় ছাত্রলীগ নেতারা বলেন, ধর্ষক-ধর্ষকই, তার কোন দল নেই। সে যত বড় ক্ষমতাশালী হোক না কেন তাকে দ্রুততার সাথে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক। ধর্ষণের বিচারের ক্ষেত্রে কিছুটা আইনি জটিলতা আছে, আইনি দীর্ঘসূত্রতার কারণে অনেক সময় অপরাধী পার পেয়ে যায়। আইনের ফাক-ফোকর দিয়ে যেন কোন ধর্ষক ছাড়া না পায় সেদিকে দৃষ্টি দেবার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান। যারা ধর্ষক বা ধর্ষণের সাথে সংশ্লিষ্ট তাদের যেন দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করা হয়। এর ফলে যারা এই ধরনের মন-মানসিকতা লালন করে, তারা ভয় পাবে। একইসাথে ধর্ষককে যাতে সমাজের নিকৃষ্ট প্রাণি হিসেবে চিহ্নিত করা হয়।
পারিবারিকভাবে হোক বা সামাজিকভাবে হোক আমরা যদি তাদের বয়কট করতে পারি, তাহলে সমাজেনারির প্রতি সহিংসতা ও ধর্ষণের ঘটনা কমে আসবে। বাংলাদেশ ছাত্রলীগের কর্মী হিসেবে সর্বসময় নির্যাতিতদের পাশে থাকার অঙ্গিকার করেন তারা।