দেশে চলমান ধর্ষণ,নারীর প্রতি সহিংসতা ও জড়িতদের বিরুদ্ধে শাস্তির দাবিতে বুধবার সকাল ১১ টায় গংগাচড়া জিরো পয়েন্ট বাজারে মানববন্ধন করেছেন ফেসবুক ভিত্তিক সামাজিক সংগঠন আমরাই পাশে, গংগাচড়া। এতে উপস্থিত ছিলেন আমরাই পাশে রংপুর গ্রুপের প্রতিষ্ঠাতা এডমিন আকাশ খাঁন, গংগাচড়া ইউনিটের এডমিন সামিউল ইসলাম শুভ,গংগাচড়া ইউনিয়ন কমিটির আহবায়ক ফারজানা আক্তার নওরিন,আরিফুল ইসলাম হৃদয়,
তাসলিমা,মলি,সুমনা,সাথি,রাসেদ বাবু,মর্ণেয়া ইউনিয়ন কমিটির সাধারন সম্পাদক তুষার আহম্মেদ, আলমবিদিতর ইউনিয়নের আহবায়ক রবিউল ইসলাম,রাকিব,সোহান,অনুষ্ঠান সঞ্চালনা করেন রংপুর গ্রুপের মডারেটর জাহিদুল ইসলাম,পরে মানববন্ধনে বক্তারা বলেন দেশে নতুন আইন প্রনয়ন করে ধর্ষণের সর্বচ্চো শাস্তি ফাঁসি দাবী করেন তারা।
এছাড়াও ৬ দফা দাবীতে শ্লোগানে শ্লোগানে মুখরিত করেন মানববন্ধনে আসা সাধারণ শিক্ষার্থীরা এসময় গংগাচড়ার সাধারন ছাত্র ও পেশাজীবি সংগটনও তাদের দাবীর সাথে একত্বতা প্রকাশ করেন।