1. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  2. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  3. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৯:০৩ অপরাহ্ন

সাভারে পুলিশ পরিদর্শক সহ ৬ পুলিশ সদস্যের বিদায় সংবর্ধনা

  • সময় : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ৮৯

সোহেল রানা, ঢাকা :

ঢাকা জেলার সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক অপারেশন মাকারিয়াস দাস সহ একযোগে ৬ পুলিশ সদস্যের বদলিজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে সাভার মডেল থানা মিলনায়তনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাইনুল ইসলাম, পিপিএম।

সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) মো: আব্দুল্লা বিশ্বাসের সঞ্চালনায় বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোমেনুল ইসলাম, ট্যানারি ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক রাসেল মোল্লা, সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন প্রমুখ।

বিদায় অনুষ্ঠানে দেয়া বক্তব্যে পুলিশ পরিদর্শক মাকারিয়াস দাসসহ বিদায়ী সবার কর্মগুণের প্রশংসা করেন বক্তারা। তারা বলেন, অন্যত্র বদলি হওয়া দুই পরিদর্শক, এক উপ-পরিদর্শক, দুই সহকারী উপ- পরিদর্শক ও এক কনস্টেবল অত্যন্ত দক্ষ এবং যোগ্য। তারা প্রত্যেকেই পুলিশ বাহিনীর জন্য অবিচল। তাদের কর্মদক্ষতায় সাভার মডেল থানা এলাকার মানুষ পুলিশি সেবায় উপকৃত হয়েছেন। অপরাধ দমনে তাদের কর্মপ্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে প্রত্যেকের উত্তরোত্তর উন্নতি ও পরবর্তী কর্মস্থলে সাফল্য কামনা করা হয়।

যাদের ঘিরে আয়োজন তারা হলেন, সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মাকারিয়াস দাস,তিনি সাভার মডেল থানা থেকে ঢাকা মেট্রো পলিটন পুলিশে (ডিএমপি) বদলি হয়েছেন, পুলিশ পরিদর্শক নুরুল কাদির সৈকত, তিনি সাভার মডেল থানায় উপ-পরিদর্শক থাকা অবস্থায় পদোন্নতি পেয়ে রাজশাহী রেঞ্জে বদলি হয়েছেন, উপ-পরিদর্শক শাহ আলম, তিনি টাঙ্গাইল ট্রেনিং সেন্টারে বদলি হয়েছেন, সহকারী উপ-পরিদর্শক সুজন মিয়া,তিনি গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্সে বদলি হয়েছেন, সহকারী উপ-পরিদর্শক আহ্সান হাবিব, তিনি ফরিদপুর জেলা পুলিশ লাইন্সে বদলি হয়েছেন,
পুলিশ কনস্টেবল মো: পারভেজ মুন্সি ,তিনি ঢাকা মেট্রো পলিটন পুলিশে বদলি হয়েছেন।

সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক মাকারিয়াস দাসসহ বদলি হওয়া পুলিশ সদস্যরা সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, একজন অফিসারের অন্যত্র বদলি উপলক্ষে এতবড় আয়োজন দেশের কোথাও সচরাচর দেখা যায় না। কর্মজীবনে এটি বড় একটা সম্মান। অফিসার ইনচার্জকে কৃতজ্ঞতা জানিয়ে সহকর্মীদের দেয়া বিরল ভালবাসার আবেগে আপ্লুত হয়ে বলা হয় অন্যত্র বিদায়কালে আমরা প্রাপ্তিতে পরিপূর্ণতা পেয়েছি। দেশের সকল থানার পুলিশ কর্মকর্তারা যেন সাভার মডেল থানার ওসির মতো অহিংস ও পুলিশ দরদী হন। চাকরিজীবনে করুণ বাস্তবতা মেনে নিয়ে বিদায় অনুষ্ঠানে দেয়া অপ্রত্যাশিত ভালোবাসায় মনোমুগ্ধ ওই পুলিশ সদস্যরা আবেগের স্রোতে তাদের এই প্রত্যাশার কথাটিও জানান।

এ সময় সাভার মডেল থানার সকল কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও সুধীবৃন্দরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪